আমাদের বৃষ্টিতে ভেজা হয়নি একসঙ্গে...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী বুবলী, ফারিয়া, সজলদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
অভিনেত্রী নুসরাত ফারিয়া তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। বিশ্ব সেটা দেখছে…আমি ছেড়ে দিলাম।’ কেন, কাকে উদ্দেশ করে লিখেছেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে ভক্তরা মন্তব্য করছেন।
ছবি: ফেসবুক থেকে
ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে গেছেন আবদুন নূর সজল। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার পছন্দের একটি জায়গা বালি। এখন বালিতেই সময় কাটছে।’
ভিন্ন দুই প্রজন্মের সংগীতশিল্পী তারা। তরুণ গায়িকা মাশা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ভাগ্যবান আমি। দাদার সুরে সুর মিলাতে পেরে, দাদার গিটার হাতে নিয়ে দাদার সঙ্গে বসতে পেরে।’
কয় দিন ধরেই নিয়মিত বৃষ্টি হচ্ছে। ভেজার সুযোগ তেমন একটা হচ্ছে না। এবার বৃষ্টিতে ভেজার ছবি পোস্ট করে নায়িকা রত্না কবির লিখেছেন, ‘কোনো এক বৃষ্টিতে আর একটিবার এসো। আমাদের বৃষ্টিতে ভেজা হয়নি একসঙ্গে। বৃষ্টি থামলে আবার না হয় ফিরে যাবে।’
নায়িকা শবনম বুবলী লিখেছেন, ‘সব রং–এর মধ্যে সাদা সবচেয়ে দারুণ একটা রং। সাদার মধ্যে দিয়ে আপনি রংধনুর সব রং দেখতে পারবেন।’