তাঁর এক দিনের পারিশ্রমিক প্রায় ২০ কোটি টাকা

আজ রোববার মার্কিন পপ গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাসের জন্মদিন। ১৯৯২ সালের ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্ম নেওয়া এই শিল্পী অল্প বয়সেই আধুনিক পপ জগতের অন্যতম প্রভাবশালী শিল্পী হয়ে ওঠেন। সংগীত, পারফরম্যান্স, অভিনয়—সব মিলিয়ে তাঁর ক্যারিয়ার শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু। জন্মদিনে দেখে নিতে পারেন তাঁর জানা-অজানা কিছু তথ্য।
ডিজনি চ্যানেলের জনপ্রিয় সিরিজ ‘হান্না মন্টানা’ দিয়ে কিশোরী বয়সেই বৈশ্বিক খ্যাতি পান মাইলি সাইরাস। শিশুশিল্পী থেকে পপস্টার—এই রূপান্তরই তাঁকে বিশ্বমঞ্চে আলাদা পরিচয় এনে দেয়।
ছবি: ইনস্টাগ্রাম
ছোটবেলায় অত্যন্ত হাসিখুশি হওয়ার কারণে মাইলির ডাকনাম ছিল ‘স্মাইলি’। পরে সংক্ষেপে তা হয়ে যায় মাইলি। ২০০৮ সালে তিনি আইনগতভাবে নিজের নাম পরিবর্তন করেন।
মাইলির শরীরে ৫০টিরও বেশি ট্যাটু রয়েছে। তাঁর শরীরজুড়ে শিল্পময় নকশা, প্রতীক ও ব্যক্তিগত স্মৃতির বহর—ট্যাটু তাঁর ব্যক্তিত্বের বড় অংশ। ছবি: মাইলি সাইরাসের ফেসবুক পেজ থেকে নেওয়া
অনলাইন সাইটে ভক্তদের অন্যতম জনপ্রিয় প্রশ্ন—টেইলর সুইফট নাকি মাইলি বেশি ধনী? বিশ্বখ্যাত হলেও মাইলির আয় টেইলর সুইফটের তুলনায় বহুগুণ কম; পার্থক্য প্রায় ১০ গুণ।
ভক্তদের বার্তায় তিনি কীভাবে সাড়া দেন, এ নিয়ে এক সাক্ষাৎকারে মাইলি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় নক করলে কখনো কারও সঙ্গে কথা হতে পারে। তবে চাইলে চিঠি পাঠাতে পারেন আমার লস অ্যাঞ্জেলেসের ঠিকানায়।’ ছবি: এএফপি
দীর্ঘ ক্যারিয়ারে মাইলি সাইরাস তিনবার গ্র্যামি জয় করেছেন। গোল্ডেন গ্লোবের জন্য দুটি মনোনয়ন পেলেও পুরস্কার জিততে পারেননি। তবু তাঁর ভাষায়, ‘নিজের শিল্পীজীবনে আমি পুরোপুরি সন্তুষ্ট।’ ছবি: এএফপি
একটি বিশেষ ইভেন্ট বা শোতে অংশ নিতে মাইলির এক দিনের পারিশ্রমিক প্রায় ২০ কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। তাঁকে বুক করার জন্য উচ্চপর্যায়ের প্রক্রিয়া ও আগে থেকেই সময়সূচি নিশ্চিত করতে হয়। তবে সময়ের ওপর নির্ভর করে এই পারিশ্রমিক আরও অনেক বাড়ে। কখনো বেড়ে যায় বুকিং মানি। ছবি: রয়টার্স
মাইলি সাধারণত ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণ করেন। একবার একটি ফ্লাইটে ভয়ংকর ঝড় ও একাধিক বজ্রপাতের মুখোমুখি হন তিনি। পাইলট দ্রুত জরুরি অবতরণ করায় বড় দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পান গায়িকা। সেই অভিজ্ঞতা তিনি পরে ‘জীবনের সবচেয়ে আতঙ্কের মুহূর্তগুলোর একটি’ বলে উল্লেখ করেন। বলেছিলেন, এ ঘটনা তাঁর জীবন বদলে দেয়। তথ্যসূত্র: আইএমডিবি ও সেলিব্রিটি ট্যালেন্ট