জাদুশিল্পী জুয়েল আইচ ও অভিনয়শিল্পী আফজাল হোসেন পুরস্কার তুলে দেন শাকিব খানের হাতে। তানভীর আহাম্মেদ
জাদুশিল্পী জুয়েল আইচ ও অভিনয়শিল্পী আফজাল হোসেন পুরস্কার তুলে দেন শাকিব খানের হাতে। তানভীর আহাম্মেদ

মেরিল–প্রথম আলো পুরস্কার

কোন কোন তারকা তুলে দিলেন পুরস্কার

গতকাল শুক্রবার বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল–প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। এবারের আসরে সমালোচক ও তারকা জরিপ দুই বিভাগে পুরস্কার পেয়েছেন বিনোদন অঙ্গনের তারকারা। তাঁদের হাতে পুরস্কারও তুলে দিয়েছেন অন্য তারকারা। এবার পুরস্কার তুলে দিলেন কোন তারকারা। জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—

অনুষ্ঠানের শুরুতেই ছিল আজীবন সম্মাননা পুরস্কার। এবার এই পুরস্কার পেয়েছেন অভিনেতা আবুল হায়াত। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী দিলারা জামান
এরপর ছিল সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রের পুরস্কারের পালা। সেরা চিত্রনাট্যকার, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা অভিনেতা বিভাগে কারা কারা মনোনয়ন পেলেন, তা দেখানো হলো পর্দায়। তারপর বিজয়ীদের নাম ঘোষণা করে পুরস্কার তুলে দেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তাঁদের হাত থেকে পুরস্কার নিচ্ছেন জাহিদ প্রীতম। ছবি: তানভীর আহাম্মেদ
সেরা ওয়েব সিরিজ হয়েছে ‘রঙিলা কিতাব’। হইচই বাংলাদেশের সাকিব আর খানকে পুরস্কার তুলে দিচ্ছেন নির্মাতা আশফাক নিপুন, পাশে আফসানা মিমি। ছবি: তানভীর আহাম্মেদ
৪. ‘২ষ’–এর জন্য আশফাক নিপুন ও আফসানা মিমির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন নুহাশ হুমায়ূন। ছবি: তানভীর আহাম্মেদ
‘প্রিয় মালতী’ সিনেমার জন্য শহীদুজ্জামান সেলিম ও আজমেরী হক বাঁধনের কাছ থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার নিচ্ছেন মেহজাবীন চৌধুরী। ছবি: তানভীর আহাম্মেদ
২৫ বছর ধরে চলচ্চিত্রশিল্পে অবদান রেখে চলেছেন শাকিব খান। তাঁকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান। ছবি: তানভীর আহাম্মেদ দ
শেষে ছিল তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পর্ব। বিজয়ীদের নাম ঘোষণা করে পুরস্কার তুলে দেন নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ ও অভিনয়শিল্পী আফজাল হোসেন। ‘তুফান’–এর জন্য শাকিব খান হন সেরা অভিনেতা। ছবি: তানভীর আহাম্মে
কনকচাঁপা ও বাপ্পা মজুমদারের হাত থেকে সেরা গায়িকার পুরস্কার নেন কনা। ছবি: তানভীর আহাম্মেদ
ফজলুর রহমান বাবু ও সুমাইয়া শিমুর কাছ থেকে সেরা অভিনেতার পুরস্কার নেন তৌসিফ মাহবুব। ছবি: তানভীর আহাম্মেদ