ইতালির সিসিলি ছোট এক শহরের সেরা সুন্দরীদের একজন ম্যালেনা। যার প্রেমে শহরের বেশির ভাগ পুরুষ। বাদ যায়নি কিশোরেরা। এই ম্যালেনার প্রেমে পড়ে ১২ বছর বয়সী কিশোর। এমন গল্প নিয়েই সিনেমা ‘ম্যালেনা’ তুমুল আলোচনায় আসে। এই ম্যালেনার প্রেমে পড়ে যায় ১২ বছরের কিশোর রেনাটো। প্রথম সিনেমা দিয়ে সফল হলেও ক্যারিয়ারে সফল হতে পারেননি এই তরুণ।
