শেষে দেখি, নায়ক-নায়িকা ভাই-বোন...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী রুনা খান, জোভান, ফারিয়াদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
অভিনেতা ফারহান আহমেদ জোভান আরেক অভিনেতা শরীফুল ইসলামের সঙ্গে ছবিটি পোস্ট করেছেন। তখন খুদে অভিনেতা ছিলেন শরীফুল। জোভান লিখেছেন, ‘আমাদের সেই শরীফুল। প্রথম কাজ হয়েছিল ২০১৫ সালে “ঝালমুড়ি” নাটকে।’ ১০ বছর পরে তাঁদের দেখা।
ছবি: ফেসবুক থেকে
অভিনেত্রী শবনম ফারিয়া রাত জেগে সিনেমা দেখার অভিজ্ঞতা নিয়ে লিখেছেন, ‘কাল রাতে খুব মনোযোগ দিয়ে একটা ওয়েব সিরিজ দেখছিলাম। অনেক ঘুম আসছিল, তবু শেষ না করে ঘুমাব না ভেবে কষ্ট করে জেগে থেকে দেখলাম। শেষে দেখি, নায়ক-নায়িকা ভাই-বোন! কেমন লাগে বলো? এই সব দেখার জন্য আমি রাত জেগেছিলাম? আমার রাতের ঘুম আমাকে ফেরত দাও।’
ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা নিয়ে অভিনেত্রী রুনা খান লিখেছেন, ‘আমার দ্বিতীয় চলচ্চিত্র “ঊনাদিত্য”। ২০০৮ সালে সিনেমাটির প্রথম প্রদর্শনী হয় সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। বাংলাদেশের ডিজিটাল মাধ্যমে নির্মিত প্রথম সময়ের চলচ্চিত্র এটি। নতুন করে রিমাস্টারিং করা হলো। দর্শক এখন ছবিটি ফাইভকে রেজল্যুশনে ও ৫.১ ডিজিটাল ডলবি সাউন্ড সিস্টেমে উপভোগ করতে পারবেন।’
খেলাকে কেন্দ্র করে মনঃক্ষুণ্ন হয়ে অভিনেতা ইমতিয়াজ বর্ষণ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সাইফ হাসানের ৬৯ রানের ইনিংসটার জন্য দুঃখ হচ্ছে। একমাত্র ইমন ছাড়া আর একজনও ২০ রানের একটা ইনিংস খেলতে পারল না।’
অভিনেতা মিলন ভট্টাচার্যের গুরু কচি খন্দকার। গুরু ও সহকর্মীদের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘৩০ বছর আগে যাত্রা শুরু হয়েছিল প্রাণের সংগঠন “চিত্রা থিয়েটার” এর। নড়াইলে ১৯৯৫ সালের সেপ্টেম্বর কচি খন্দকারের হাত ধরে চিত্রা থিয়েটার কর্মীরা সংস্কৃতি অঙ্গনে যোগ করেছিল নতুন মাত্রা। শুধু নাটক নয়, সামাজিক মানবিক সুস্থ দেশ গঠনে ভিন্নধর্মী কার্যক্রম। প্রতিটি নাট্যকর্মীর ভেতরে যে শক্ত বীজ বপন করা হয়েছিল, তা এতটাই শক্তিশালী ছিল যে ৩০ বছর পরও মিলিত হই বারবার। জয় হোক নাটকের। জয় হোক মানবতার।’