পছন্দের তালিকায় দুই সিরিজ ও তিন সিনেমা, শীর্ষে কোনটি?

পছন্দের সিনেমাগুলো নিয়ে জানতে দর্শকেরা সবার আগে ঢুঁ মারেন আইএমডিবিতে। এটি অনলাইনভিত্তিক ইন্টারনেট মুভি ডেটাবেজ। মুহূর্তেই যেকোনো সিনেমা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশি, সেই ডেটাবেজ দিয়ে তৈরি হয় ফ্যান ফেবারিট বা দর্শকদের পছন্দের সিনেমার তালিকা। ভক্তদের পছন্দের সেই তালিকার শীর্ষ সিনেমা-সিরিজগুলো দেখে নিতে পারেন।
দর্শকদের পছন্দে এখন শীর্ষে রয়েছে ‘ওয়েনসডে’ টিভি সিরিজ। এর আইএমডিবি রেটিং ৮। সিরিজটি ৪টি শাখায় প্রাইমটাইম এমি পুরস্কার জয় করেছে। সিনেমাটিকে ভোট দিয়েছেন সাড়ে ৪ লাখ ভোটার।
ছবি: আইএমডিবি
টেলিভিশন সিরিজ ‘ডেক্সটার: রেজারেকশন’ মুক্তির পরেই বিশ্বের সেরা ২৫০ সিরিজের তালিকার ২০ নম্বরে জায়গা করে নিয়েছে। এর রেটিং ৯.২। এটি এখনো দর্শকদের মধ্যে আলোচনায় রয়েছে। এক লাখ দর্শক এটিকে ‘ওয়াচ লিস্টে’ রেখেছে।
শুধু হরর সিনেমার জগতেই নয়, পুরো হলিউডেই ‘কনজুরিং’–কে ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি বিবেচনা করা হয়। সেই সিনেমার নতুন ফ্র্যাঞ্চাইজির নবম কিস্তি ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ রয়েছে। সিনেমাটি পছন্দের তালিকায় তিন নম্বরে রেখেছেন দর্শকেরা।
কমেডি, ক্রাইম ও অপরাধ ঘরানার সিনেমা ‘দ্য থার্সডে মার্ডার ক্লাব’। গত মাসের শেষের দিকে মুক্তি পেয়ে এটি এখনো আলোচনায় রয়েছে। এর আইএমডিবি রেটিং ৬ দশমিক ৬। এটিই দর্শকদের পছন্দের তালিকায় চার নম্বরে রেখেছে।
রেটিং কম হলেও দর্শকদের পছন্দের তালিকায় ৫ নম্বরে রয়েছে ডেনজেল ওয়াশিংটন অভিনীত সিনেমা ‘হায়েস্ট টু লোয়েস্ট’। সিনেমাটির রেটিং ৫ দশমিক ৭। এটি পরিচালনা করেছেন স্পাইক লি।