চলচ্চিত্র, টিভিনাটক থেকে সংগীত তারকা—মেরিল-প্রথম আলো পুরস্কারের আয়োজনে আমন্ত্রিত অতিথির তালিকায় ছিলেন না কে? গত শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তোলা ছবিতে দেখে নেওয়া যাক।
বিনোদন ডেস্ক
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী অনুষ্ঠানটি উপভোগ করছেন। সঙ্গে তৌকীর আহমেদ, শাহেদ শরীফ খান, নাতাশা হায়াতসহ আরও অনেককে দেখা যাচ্ছে
বিজ্ঞাপন
এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেতা আবুল হায়াত। অনুষ্ঠানের শুরুতে তাঁর সঙ্গে করমর্দন করছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। পেছনে নুহাশ হুমায়ূন, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ আরও অনেককে দেখা যাচ্ছে
বিজ্ঞাপন
নির্ধারিত আসনে বসেছেন চিত্রনায়ক দিলারা জামান, আফজাল হোসেন, চিত্রনায়ক নাঈম, পরিচালক কামার আহমাদ সাইমন, প্রযোজক সারা আফরীনসহ আরও অনেকে