আলিয়ার বিয়ে নিয়ে কী বলছেন মা!

মা সোনি রাজদানের সঙ্গে আলিয়া ভাট
মা সোনি রাজদানের সঙ্গে আলিয়া ভাট

‘আলিয়া আর রণবীর অবশ্যই একজন আরেকজনকে ভালোবাসে, আর তা বোঝার জন্য খুব চৌকস হওয়া কিংবা গবেষণার প্রয়োজন নেই।’ মেয়ে আলিয়া ভাটের প্রেম নিয়ে গত বছর ডিসেম্বরে টেলিগ্রাফকে বলেছেন বলিউডের প্রখ্যাত প্রযোজক ও পরিচালক মহেশ ভাট। মেয়ের প্রেমিককে নিয়ে বললেন, ‘আমি রণবীরকে পছন্দ করি, ও খুব ভালো ছেলে।’ তাহলে সামনে কী ঘটতে যাচ্ছে? বললেন, ‘ওরা কী করবে, সেটা ওদেরই ভেবে বের করতে হবে।’ আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে নিয়ে মহেশ ভাট বলেন, ‘তাদের এখন যে সম্পর্ক, তা বিয়ের দিকে যাচ্ছে কি না, এখনই যাওয়া উচিত হবে কি না, সেটা তাদের দুজনের ব্যাপার। এসব নিয়ে অনুমান করে কিছু বলতে পারব না। আসুন, আমরা অপেক্ষা করি, দেখা যাক আমাদের জন্য কী অপেক্ষা করছে।’

ফিল্মফেয়ারের মঞ্চে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন আলিয়া ভাট। ২৩ মার্চ সন্ধ্যায় মুম্বাইয়ের বিকেসির জিও গার্ডেনে ৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার ‘সঞ্জু’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন রণবীর কাপুর আর ‘রাজি’ ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট

আলিয়া ভাট যখন পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে ওঠেন, তখন নিচে দর্শকের আসনে বসে ছিলেন র‍ণবীর কাপুর। পুরস্কার পাওয়ার পর আলিয়া চিৎকার করে বললেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুব খুশি।’ তারপরই বললেন, ‘আই লাভ ইউ রণবীর।’ এই কাণ্ড ঘটার সঙ্গে সঙ্গে রণবীর কাপুর মুখে হাত চেপে হেসে ফেলেন। পুরো ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। র‍ণবীর আবার সেই ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আর সেরা অভিনেতা হিসেবে রণবীর কাপুরের নামটি ঘোষণার পর তাঁর পাশে বসে থাকা আলিয়া ভাট উঠে এসে তাঁকে জড়িয়ে ধরে গালে একটি চুম্বন এঁকে দেন।

৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে আলিয়া ভাট ও রণবীর কাপুর

এবার মেয়ের প্রেম আর বিয়ে নিয়ে বললেন মা অভিনেত্রী ও পরিচালক সোনি রাজদান। তিনি নিজের নতুন ছবি ‘নো ফাদারস ইন কাশ্মীর’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত। তেমনি এক অনুষ্ঠানে আলিয়া ভাটের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় সোনি রাজদানকে। বার্তা সংস্থা আইএএনএসকে তিনি বললেন, ‘আলিয়া এখনো খুব ছোট। ও খুব কম বয়সে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত ও যতটা অর্জন করেছে, মা হিসেবে আমি তাতে খুবই খুশি। আমি চাই, ও ভালো থাকুক। কিন্তু একই সঙ্গে আমি ওকে সাবধান করছি, জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও একটু বিবেচনাবোধ প্রয়োজন। যদি তোমার মনে হয়, এমন মানুষকে তুমি খুঁজে পেয়েছ, যার সঙ্গে জীবন কাটাবে, তাকেই বিয়ে করা উচিত। কিন্তু তার মানে এই নয়, সেটা এখনই করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে খুবই সাবধান হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘মা হিসেবে আমি এটুকুই বলব, আলিয়ার জীবনটা একেবারেই ওর ব্যক্তিগত ব্যাপার। আমি তা নিয়ে কথা বলতে চাই না। আমার আশীর্বাদ–ভালোবাসা সব সময় ওর সঙ্গে রয়েছে।’

এর আগে পিটিআইকে সোনি রাজদান বলেছিলেন, তিনি মেয়ের বয়ফ্রেন্ডের ব্যাপারে খুবই খুশি, কারণ ব্যক্তিগতভাবে রণবীরকে জানার আগে থেকেই তাঁর রণবীরকে খুব পছন্দ ছিল।