‘বেঙ্গালুরু ডেজ’, ‘চার্লি’র এ অভিনেত্রীকে চেনেন? আজ জন্মদিন
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রী পার্বতী তিরুবত। মালয়ালমসহ তামিল ও কন্নড় সিনেমায় তাঁর অবাধ বিচরণ। আজ তাঁর জন্মদিন। জন্মদিনে জানা যাক তাঁকে নিয়ে টুকিটাকি।
বিনোদন ডেস্ক
১৯৮৮ সালের এই দিনে কেরালায় জন্ম পার্বতী তিরুবতের। পারিবারিকভাবেই তিনি শিক্ষিত ও সংস্কৃতিবান একটি পরিবেশে বেড়ে উঠেছেন
বিজ্ঞাপন
তাঁর বাবা পি বিনোদ কুমার কেরালার বেশ নামকরা আইনজীবী। মা উষা কুমারীও ছিলেন কর্মজীবী
বিজ্ঞাপন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে স্নাতক শেষ করেন ইংরেজি সাহিত্যে। পেশাজীবন শুরু করেন কেরালার জনপ্রিয় কিরণ টিভির ভিজে হিসেবে। সে সময় তিনি জনপ্রিয় ভিজে হিসেবে স্বীকৃতি লাভ করেনমালয়ালম ছবি ‘আউট অব সিলেবাস’ দিয়ে অভিনয়ের যাত্রা শুরু ২০০৬ সালে। তবে সেই ছবিতে তিনি অভিনয় করেন ছোট একটি চরিত্রেনায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন কন্নড় ছবি ‘মিলানা’য় ‘অঞ্জলি’ চরিত্রে। তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় ‘পু’ ছবি দিয়েআট বছর অভিনয় নিয়ে কাজ করার পর প্রথমবার সফলতা ধরা দেয় পার্বতী তিরুবতের কাছে। জনপ্রিয় মালয়ালম ছবি ‘বেঙ্গালুরু ডেজ’-এর ‘আরজে সারা’কে ভীষণ পছন্দ করেন দর্শকেরাপরের বছরই দুলকার সালমানের বিপরীতে মালয়ালম ছবি ‘চার্লি’তে ‘টেসা’ চরিত্রে অভিনয় করে দুর্দান্তভাবে জনপ্রিয় হয়ে পড়েন এই অভিনেত্রীআর ফিরে তাকাতে হয়নি। ২০১৭ সালে ‘টেক অফ’ ছবির ‘সামিরা’ চরিত্রটিও দর্শকের হৃদয়ে গেঁথে যায়২০১৮ সালে ‘করিব করিব সিঙ্গেল’ ছবিতে ইরফান খানের বিপরীতে অভিনয় করে হিন্দি ছবির ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তাঁরনতুন মাধ্যম ওটিটিতেও ঢুকে পড়েছেন পার্বতী। দক্ষিণের বিখ্যাত পরিচালক মণিরত্নমের অ্যান্থলজি সিরিজ ‘নবরস’-এ অভিনয় করেছেন পার্বতী তিরুবত