ভারতীয় অভিনেতা ও প্রযোজক সেলিম খানের সঙ্গে সন্তানদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে এখনো সন্তানদের শাসন করেন তিনি। আগের মতোই সালমান-আরবাজ-সোহেল থেকে দুই বোন আলভিরা-অর্পিতাও বাবাকে ভয় পান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিম খান জানিয়েছেন, সবার মধ্যে বড় ছেলে সালমানকেই সবচেয়ে বেশি শাসন করেছেন তিনি। এমন এক সময় এসেছিল, যখন ছয় মাস ধরে তাঁরা কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।
ম্যাজিক মোমেন্টসকে দেওয়া সাক্ষাৎকারে সেলিম খান বলেন, ‘সব সন্তানদেরই আমি কড়া শাসনে বড় করেছি। তবে বড় সন্তান সালমানের ওপর দিয়েই সবচেয়ে বেশি ঝড় গেছে।’
এক ঘটনার কথা উল্লেখ করে সেলিম খান বলেন, ‘একদিন সালমান আমাকে বলেছিল, ওর স্বভাব নাকি আমার সঙ্গে মেলে! কথাটা শুনে আমি ওকে বলেছিলাম, ‘‘এটা তোমার জন্য প্রশংসা হতে পারে, আমার জন্য নয়! আমি চাই না, আমার কোনো কোনো অভ্যাস তুমি অনুসরণ করো।’’’
সেলিম এই সাক্ষাৎকারে আরও জানান যে এ রকমও হয়েছে, প্রায় ছয় মাস কোনো কথা হয়নি বাবা আর ছেলের। সেলিম খান বলেন, ‘যদি সে এমন কিছু করত, যা আমি পছন্দ করি না বা আমার মনে হয়েছে সে ভুল কিছু করেছে, তাহলে আমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিতাম। তারপর যদি আমি জানালার কাছে বসে থাকতাম, তাহলে সে সুন্দরভাবে জায়গাটা পেরিয়ে যেত। আমার সঙ্গে দেখা না করেই ঘর থেকে বেরিয়ে যেত সে। পরে সে ফিরে এসে বলত, “দুঃখিত, আমি যা করেছি, তা সঠিক ছিল না।’’ এমনও হয়েছে ছয় মাস আমাদের অভিমান চলেছে।’
সেলিম খান মনে করেন, বড় তারকার হওয়ার সঙ্গে বড় মানুষ হওয়াও জরুরি। তিনি বলেন, ‘আমি যা লক্ষ্য করেছি, তা হলো যখনই একজন মানুষ জীবনে সফলতা অর্জন করে, তখন তারা একটি জিনিস ভুলে যায়; একজন মানুষ হিসেবে নিজেকে আরও বড় করা। যখন একজন ক্রিকেট খেলোয়াড় শ্রেষ্ঠত্ব অর্জন করে, তখন তারা কেবল তাদের খেলার ওপর মনোযোগ দেয়, অন্য কিছুতে নয়।’
উল্লেখ্য, সালমান খানের সময়টা ভালো যাচ্ছে না। ঈদে মুক্তি পাওয়া রাশমিকা মান্দানার সঙ্গে তাঁর ছবি ‘সিকান্দার’ বক্স অফিসে সুবিধা করতে পারছে না। দর্শক থেকে চলচ্চিত্র সমালোচক—মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে সবার কাছ থেকে।