বড় তারকাদের সতর্ক করলেন পরিচালক। কোলাজ
বড় তারকাদের সতর্ক করলেন পরিচালক। কোলাজ

বলিউডের ঘোর দুর্দিন, বড় তারকাদের সতর্ক করলেন পরিচালক

অনেক দিন ধরেই হিন্দি সিনেমার দুরবস্থা। ২০২৩ সালে কিছু ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আবারও বলিউডের শনির দশা। ঈদের মতো বড় উৎসবে মুক্তি পেয়েও সালমান খানের মতো বড় তারকার সিনেমা বেহাল। কিছুদিন আগেই নির্মাতা অনুরাগ কাশ্যপ বলেছিলেন, বলিউডের দুর্দশার মূল কারণ, বড় তারকার অতিরিক্ত পারিশ্রমিক। এবার একই বিষয়ে কথা বললেন পরিচালক সুজিত সরকার। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সুজিত বলেন, পারিশ্রমিক না কমালে বড় তারকাদের কেউ আর সিনেমায় নেবে না।

‘ভিকি ডোনার’, ‘পিকু’, ‘অক্টোবর’, ‘মাদ্রাজ ক্যাফে’ নির্মাতা সুজিত মাঝারি বাজেটে সিনেমা বানান। নিজের সিনেমায় বড় তারকাদের সাধারণত নেন না। ফলে তাঁর বেশির ভাগ সিনেমাই মুক্তির পর লগ্নি তুলে আনে। কিন্তু এখন বলিউডের প্রথম সারির শিল্পীর এত বেশি পারিশ্রমিক হাঁকছেন যে সিনেমার বাজেটের বড় অংশ চলে যাচ্ছে তাঁদের পেছনেই। ‘জনপ্রিয় শিল্পীদের উচিত পারিশ্রমিক কমানো। তাঁরা যদি এটা না করেন, তাহলে নির্মাতারা তাঁদের নতুন কাজের প্রস্তাব দেবেন না।’ বলেন সুজিত।

এই নির্মাতা বলেন, তাঁর ছবিতে যাঁরা কাজ করতে চান, তাঁরা ভালো করেই বাজেট সম্পর্কে ধারণা রাখেন। কেউ বাড়তি পারিশ্রমিক দাবি করেন না। বলিউডের এমন মন্দার বাজারে তারকাদের পারিশ্রমিক পুনর্নির্ধারণের পরামর্শ সুজিতের। ‘এখন এমন একটা কঠিন সময় যে নির্মাতাদের অবশ্যই লগ্নি তুলে আনতে কম বাজেটে সিনেমা বানাতে হবে। তাই জনপ্রিয় তারকারা পারিশ্রমিক না কমালে আমাদের বিকল্প ভাবতে হবে।’ বলেন সুজিত।

সুজিত সরকার। এএনআই

এএনআইকে দেওয়া এই সাক্ষাৎকারে নিজের উদাহরণ দিয়ে সুজিত বলেন, তাঁর চেষ্টা থাকে সাধ্যের মধ্যেই সিনেমা শেষ করার। কারণ, একটি সিনেমার সঙ্গে অনেক মানুষ জড়িত, মুক্তির পর ছবি হিট হলে সবার জন্যই মঙ্গলজনক। নির্মাতাদের সিনেমার বিষয় বাছাই ও নির্মাণে কৌশলী হওয়ার আহ্বান জানান যেন অল্প বাজেটেই সেটা তৈরি করা যায়।

সুজিত পরিচালিত সর্বশেষ সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’ গত বছর প্রেক্ষাগৃহে মুক্তির পর ডাহা ফ্লপ করে, সমালোচকদের তেমন প্রশংসা পায়নি। সুজিত জানান, সিনেমার এমন ফল তাঁকে হতাশ করেছে।

এদিকে একের পর এক বড় তারকার সিনেমার ব্যর্থতা ভাবাচ্ছে বলিউড সংশ্লিষ্ট সবাইকে। ভারতের চিত্রনাট্যকারদের সংগঠনের প্রধান আনজুম রাজাবলি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আপনি বড় তারকাদের পেছনে এত খরচ করছেন কিন্তু তারা একটার পর একটা ফ্লপ উপহার দিচ্ছে। এখন অনেক বড় তারকাই কাজ পাচ্ছে না, কারণ প্রযোজকদের তাদের নেওয়ার সামর্থ্য নেই।’

তারকাদের পারিশ্রমিক নিয়ে সবশেষ গোল বাঁধে কিছুদিন আগে, সানি দেওল অভিনীত ‘জাট’ সিনেমা মুক্তির সময়। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমার জন্য এক সানি দেওলই পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি রুপি!

‘জাট’ সিনেমায় সানি দেওল। এক্স থেকে

অথচ আড়াই বছর আগে ‘গদার ২’ মুক্তির সময় তাঁর পারিশ্রমিক ছিল আট কোটি রুপি। এক সিনেমা হিট হতেই ছয় গুণের বেশি নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন এই তারকা। কিন্তু মুক্তির পর সিনেমাটি প্রত্যাশামতো ব্যবসা করেনি।