জাহ্নবী কাপুর। ইনস্টাগ্রাম থেকে
জাহ্নবী কাপুর। ইনস্টাগ্রাম থেকে

ভেজা চুল, আবেদনময়ী লাল পোশাকে জাহ্নবী

পর্দায় বেশির ভাগ সময়ই তাঁকে দেখা যায় গ্ল্যামারহীন চরিত্রে। তবে ইনস্টাগ্রামে ব্যতিক্রম জাহ্নবী কাপুর, প্রায়ই আবেদময়ী রূপে হাজির হন তিনি। এবারও ব্যতিক্রম নয়। তাঁর নতুন পোস্ট করা ছবিগুলো দেখে নেওয়া যাক।
সম্প্রতি লাল থিমের একটি ফটোশুটে অংশ নিয়েছেন জাহ্নবী কাপুর। সেই ফটোশুটের ছবিগুলোই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে
ছবিতে তাঁকে দেখা গেছে, লাল লেদার বডিকনে, চুল ছিল ভেজা; যা তাঁর লুককে আরও আবেদনময়ী করে তুলেছে
তাঁর পোস্ট করা ছবিগুলোতে ভক্ত তো বটেই, প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড তারকারাও। তাঁদের মধ্যে আছেন অভিনেত্রী সবিতা ধুলিপালা, ডিজাইনার মনীশ মালহোত্রা প্রমুখ
চলতি বছর সর্বশেষ ‘বাওয়াল’ সিনেমায় দেখা গেছে তাঁকে
২০২৩ সালে মাত্র একটি সিনেমা মুক্তি পেলেও আগামী বছর তাঁকে দেখা যাবে তিনটি সিনেমায়