
আলিয়া ভাট কান উৎসবে যাবেন কি না, এ নিয়ে চলছিল নানান জল্পনা। শেষ পর্যন্ত কানের পর্দা নামার তিন দিন আগেই কান চলচ্চিত্র উৎসবে দেখা দেন তিনি। আর অভিষেকেই মাত করেন। দুই দিনে চারটি লুকে আলোচনার মধ্যমণি হয়ে ছিলেন তিনি। এ ছাড়া কানে ব্রুট ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়েও সবিস্তারে কথা বলেছেন ভারতীয় অভিনেত্রী। ২০ ছবিতে আলিয়ার কানযাত্রার গল্প বলছেন পৃথা পারমিতা নাগ