
বক্স অফিসে প্রতিবছরই নতুন নতুন রেকর্ড হয়। এই সময়ের হিন্দি সিনেমার অভিনেত্রীদের কথা বললে দীপিকা পাড়ুকোন বা আলিয়া ভাটের কথা আসবেই। তবে বক্স অফিসে এক বছরে আয়ের বিচারে দীপিকা বা আলিয়া নন, এগিয়ে আছেন অন্য এক অভিনেত্রী। কে তিনি? বলিউড হাঙ্গামা অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।