নানা পাটেকর। এএনআই
নানা পাটেকর। এএনআই

যৌন হয়রানির অভিযোগ নিয়ে আবার মুখ খুললেন নানা পাটেকর

২০০৮ সালে শুটিংয়ের সময় তনুশ্রী দত্তর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে নানা পাটেকরের বিরুদ্ধে। আবারও সে অভিযোগ অস্বীকার করলেন নানা পাটেকর।

২০১৮ সালে মিটু আন্দোলনের সময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন অভিনেতা তনুশ্রী দত্ত। ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিংয়ের সময় তনুশ্রীই বরং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন বলে অভিযোগ নিয়ে নতুন করে বিবৃতি দিলেন নানা।

ভারতীয় গণমাধ্যম দ্য লালানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, তিনি প্রথম থেকেই জানতেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, যে কারণে তিনি কখনো রাগ করেননি।

নানা বললেন, ‘আমি জানতাম, পুরোটাই মিথ্যা। তাই রাগ করিনি। সবই যখন মিথ্যা, তখন আমি রাগ করব কেন? আর এ সব জিনিসই পুরোনো।

নানা পাটেকর। এএনআই

এর আগেও হয়েছে। এ নিয়ে কী আর কথা বলব। সেই সময় আমি কী বলতে পারি, যখন এ রকম কিছু ঘটেনি। হঠাৎ কেউ বলছে, তুমি এটা করেছ, তুমি ওটা করেছ। এত কিছুর কী জবাব দিতাম। আমার কি বলা উচিত ছিল যে আমি এটা করিনি? আমি সত্যিটা জানি, আমি কিছুই করিনি।’

২০০৮ সালে শুটিংয়ের সময় তনুশ্রী দত্তর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে নানা পাটেকরের বিরুদ্ধে

তনুশ্রী ২০১৮ সালে ভারতে মিটু আন্দোলন শুরু করেছিলেন, যখন তিনি অভিযোগ করেছিলেন, নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য ও পরিচালক বিবেক অগ্নিহোত্রী একটি ছবির শুটিংয়ের সময় তাঁর সঙ্গে অন্যায্য আচরণ করেছিলেন।