‘সংক্রান্তিকি বাস্তুনাম’–এর দৃশ্য। আইএমডিবি
‘সংক্রান্তিকি বাস্তুনাম’–এর দৃশ্য। আইএমডিবি

১ হাজার ১৩ কোটির বক্স অফিস, শীর্ষে ৬৪ বছরের ‘তরুণ’

গত জানুয়ারিতে ভারতে মুক্তি পেয়েছে নানা ভাষার, নানা ঘরানার সিনেমা। তবে সবাইকে আশ্চর্য করে সবচেয়ে বেশি ব্যবসা করেছে দক্ষিণি তারকা ভেঙ্কোটেশের সিনেমা। ৬৪ বছরের এই ‘তরুণ’কে টেক্কা দিতে পারেননি কেউ। জানুয়ারিতে শীর্ষ ১০ ব্যবসাসফল সিনেমার তালিকা প্রকাশ করেছে ভারতীয় বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান ওরমেক্স মিডিয়া। তাদের তথ্যমতে, জানুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমাগুলো ১ হাজার ১৩ কোটি রুপির ব্যবসা করেছে। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক সেই তালিকায় থাকা সিনেমাগুলো। এখানে কেবল ভারতের বক্স অফিসের আয় বিবেচনায় নেওয়া হয়েছে, বিদেশের নয়।

গত ১৪ জানুয়ারি মুক্তি পায় তেলেগু সিনেমা ‘সংক্রান্তিকি বাস্তুনাম’। অনীল রবিপুডি পরিচালিত এই অ্যাকশন কমেডি সিনেমার প্রধান চরিত্রে দেখা গেছে ভেঙ্কোটেশকে। আরও আছেন মীনাক্ষী চৌধুরী, ঐশ্বরিয়া রাজেশ প্রমুখ। অন্য অনেক সিনেমা মুক্তি পেলেও ৬৪ বছর বয়সী ভেঙ্কোটেশের সিনেমাটিই বক্স অফিসে ঝড় তুলেছে, ব্যবসা করেছে ২২৩ কোটি রুপি! আইএমডিবি
টিজার দেখে অনেকেই ভেবেছিলেন, সেই পুরোনো শঙ্কর হয়তো ফিরেছেন, কিন্তু কার্যত তা হয়নি। রামচরণ ও কিয়ারা আদভানি অভিনীত ও আলোচিত দক্ষিণি পরিচালক এস শঙ্কর পরিচালিত ছবিতে মোটাদাগে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তারপরও জানুয়ারির ব্যবসাসফল সিনেমার তালিকায় ‘গেম চেঞ্জার’ আছে দুইয়ে। বড় বাজেটের সিনেমাটির আয় ১৩২ কোটি রুপি। আইএমডিবি
সন্দ্বীপ কেওলানি ও অভিষেক অনীল কাপুর পরিচালিত সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর হিটের দেখা পেয়েছেন অক্ষয় কুমার। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে ছবিটি। জানুয়ারিতে ‘স্কাই ফোর্স’ সিনেমাটি ব্যবসা করেছে ১৩২ কোটি রুপি। আইএমডিবি
তালিকার চারে রয়েছে আরও একটি দক্ষিণি সিনেমা ‘ডাকু মহারাজ’। সিনেমাটির আয় ১০৯ কোটি রুপি। ববি কোলি পরিচালিত তেলেগু এ অ্যাকশন সিনেমায় অভিনয় করেছেন নন্দমুরি বালাকৃষ্ণ, ববি দেওল, প্রজ্ঞা জয়সওয়াল, চাঁদিনী চৌধুরী, উর্বশী রাউতেলা। আইএমডিবি
পাঁচেও রয়েছে আরেকটি তেলেগু সিনেমা ‘মাধ গজ রাজা’। অ্যাকশন কমেডি সিনেমাটি বানিয়েছেন সুন্দর সি। বক্স অফিসে সিনেমাটির আয় ৫৮ কোটি রুপি। এতে অভিনয় করেছেন বিশাল, অঞ্জলী প্রমুখ। আইএমডিবি
২০১৩ সালের ব্যাপক প্রশংসিত মালয়ালম সিনেমা ‘মুম্বাই পুলিশ’। প্রায় এক যুগ পর এসে জানুয়ারিতে মুক্তি পেয়েছে সিনেমাটির হিন্দি রিমেক ‘দেবা’। বানিয়েছেন অবশ্য দক্ষিণি নির্মাতা, রোশান অ্যান্ড্রুজ। মুক্তির পর সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, তবে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। শহীদ কাপুর ও পূজা হেগড়ে অভিনীত সিনেমাটির আয় ৪৩ কোটি রুপি। আইএমডিবি
গত বছর ‘কিস্কিন্ধা কান্দাম’ দিয়ে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন মালয়ালম অভিনেতা আসিফ আলী। বছরের শুরুতেই আবার তিনি প্রশংসা পাচ্ছেন ক্রাইম থ্রিলার সিনেমা ‘রেখাচিত্রম’ দিয়ে। জোফিন টি চাকো পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে গত ৯ জানুয়ারি। আসিফ আলী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন মামুত্তির মতো তারকা। ছবিটির আয় ২৯ কোটি রুপি। আইএমডিবি
গত মাসে ভারতের বক্স অফিসে ব্যবসা করা শীর্ষ ১০ সিনেমায় দক্ষিণি দাপট। তালিকার আটে আছে তামিল কমেডি ড্রামা সিনেমা ‘কুদুম্বস্তান’। রাজেশ্বর কালীস্বামী এ সিনেমা দিয়েই পরিচালনায় অভিষেক হলো। এতে অভিনয় করেছেন কে মানিকান্দন। ছবিটি আয় করেছে ২৭ কোটি রুপি। আইএমডিবি
গত কয়েক মাসে নতুন করে মুক্তি পেয়েছে পুরোনো হিন্দি সিনেমাগুলো দুর্দান্ত ব্যবসা করেছে। এসব সিনেমার মধ্যে অন্যতম ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। অয়ন মুখার্জির এ সিনেমায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোনেরা। ছবিটি নতুন করে মুক্তির পর ২৬ কোটি রুপি আয় করেছে। আইএমডিবি
অনেক নাটকীয়তার পর গত মাসে মুক্তি পেয়েছে কঙ্গনা রনৌতের ‘ইমার্জেন্সি’ সিনেমাটি। প্রযোজনার সঙ্গে ছবিটির পরিচালকও কঙ্গনা, ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। তবে না সমালোচক, না দর্শক—কেউই সেভাবে সিনেমাটির প্রশংসা করেননি। বক্স অফিসে ছবিটির আয় ২০ কোটি রুপি। আইএমডিবি