কৃতি খরবান্দা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কৃতি খরবান্দা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এখন আপনি এই ছবিতে...

‘ত্যাশ’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন কৃতি খরবান্দা। সম্প্রতি নেটফ্লিক্সের আলোচিত ওয়েব সিরিজ ‘রানা নাইডু ২’-এও তাঁকে দেখা গেছে, যেখানে তিনি ‘আলিয়া ওবেরয়’। চরিত্রটির সঙ্গে নিজের বাস্তব জীবনের মিল খুঁজে পেয়েছেন অভিনেত্রী।

‘রানা নাইডু ২’ দিয়েই ওয়েব সিরিজের দুনিয়ায় প্রথমবারের মতো কাজ করলেন কৃতি। নিজের অভিনীত চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আলিয়া এমন এক নারী, যে পুরুষপ্রধান এক দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সে লড়াই করে, যেমনটা আমাদের সমাজে নারীদের প্রায়ই করতে হয়। ও খুবই প্রতিভাবান, শক্তিশালী, কিন্তু নারী হওয়ায় নিজের জায়গা করে নেওয়াটা তার জন্য সহজ হয় না। আলিয়া জানে, স্বপ্ন পূরণ করতে হলে তাকে অনেক কিছুই করতে হবে, তবে নিজের নীতি থেকে সে সরতে চায় না। সে খুব স্পষ্টবাদী ও নির্ভীক। যদিও আমি এতটা ভয়ংকর নই, কিন্তু ওর উচ্চাকাঙ্ক্ষা আর নিজের প্রতি ভালোবাসার জায়গাটা আমার সঙ্গে মিলে যায়। আমি যা চাই, সেটা না পাওয়া পর্যন্ত ছাড়ি না। আমি কখনো হার মানি না। কারণ, আমি শূন্য থেকে শুরু করেছি।’

কৃতি খরবান্দা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘ত্যাশ’-এ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন কৃতি। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘অনেকেই ভাবেননি, “ত্যাশ”-এর মতো ছবিতে আমি অভিনয় করব। তাঁদের সেই ধারণা ভাঙতে পেরেছি বলে আমি খুশি। অনেকে বিস্ময়ের সঙ্গে বলেন, “আরে, আপনাকে তো “হাউসফুল ৪”-এ দেখেছি, এখন আপনি এই ছবিতে?” তাঁরা চমকে গেছেন। কিন্তু আমি এমন একজন, যে “হাউসফুল ৪”-এর মতো হালকা মেজাজের ছবির পাশাপাশি বিজয় নাম্বিয়ার পরিচালিত এই ডার্ক থ্রিলারেও সমান স্বাচ্ছন্দ্যে কাজ করেছি।’

চরিত্র নির্বাচনের ব্যাপারে কৃতি জানান, ‘ত্যাশ’ ছবির মতো চরিত্রে অভিনয়ের সুযোগের দিকে তিনি তাকিয়ে আছেন। ‘এই ছবির লুক আর অভিনয়ের জন্য অনেক প্রশংসা পেয়েছি। অনেকে বলেছেন, আমি যেন চোখ দিয়েই অভিনয় করেছি,’ বলেন তিনি।
সহ-অভিনেতা পুলকিত সম্রাটকে বিয়ে করে গত বছর জীবনের নতুন ইনিংস শুরু করেছেন কৃতি। তাঁদের নতুন জীবন ভালো চলছে, সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।

কৃতি খরবান্দা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে