
বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ছাবা’ ও ‘আজাদ’, ওটিটিতে এসেছে ‘ডিটেকটিভ শেরদিল’। সামনে আসছে নতুন আরও কাজের ঘোষণা। মুম্বাইয়ের অভিজাত এক হোটেলে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্যকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাম্প্রতিক ব্যস্ততা, অভিনয়ভাবনা ও ব্যক্তিজীবনের নানা দিক জানালেন ডায়না পেন্টি
‘অনেকে বলেন, আমি নাকি বেশি কাজ করি না! এবার তাঁদের সে অভিযোগ হয়তো দূর করতে পেরেছি,’ হাসতে হাসতে বললেন ডায়না। এরপর যোগ করলেন, ‘তবে এখানেই শেষ নয়। সামনে আরও কিছু কাজ আসছে। বছরের শেষ দিকে মুক্তি পাবে একটি ওয়েব সিরিজ, এটাই হবে আমার প্রথম সিরিজ। আর অমিতাভ বচ্চনের সঙ্গে আমার একটি সিনেমাও রয়েছে, সেটিও চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা।’
‘ছাবা’ নিয়ে গর্বিত ডায়না পেন্টি বললেন, ‘অনেক দিন ধরেই লক্ষ্মণ উতেকরের সঙ্গে কাজ করতে চাইছিলাম। ছাবা-তে সে সুযোগ হয়েছে। লক্ষ্মণ শুধু ভালো পরিচালকই নন, ভীষণ ভালো মানুষ। ছবিতে আমি মোগল রাজকন্যার চরিত্রে অভিনয় করেছি। প্রথমবার রাজবেশে নিজেকে পর্দায় দেখে অন্য রকম ভালো লাগা কাজ করেছে।’
ওটিটিতে মুক্তি পাওয়া ‘ডিটেকটিভ শেরদিল’ ছবিতে ডায়না একজন গোয়েন্দা পুলিশ। ছবিতে তাঁর সহশিল্পী দিলজিৎ দোসাঞ্জ, রত্না পাঠক শাহ, বোমান ইরানি ও চাঙ্কি পান্ডে। কী কারণে তিনি এ ছবি করতে রাজি হয়েছিলেন? উত্তরে বললেন, ‘চরিত্রটি প্রথম থেকেই আমাকে আকর্ষণ করেছিল। গল্পটা বেশ ঝরঝরে আর চমকপ্রদ। আর একসঙ্গে এত অভিজ্ঞ অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ, এটা হাতছাড়া করতে চাইনি। ভালো গল্প, চরিত্র আর সহশিল্পী—এই তিনটি বিষয় আমার কাছে সব সময় গুরুত্বপূর্ণ।’
এ চরিত্রের জন্য ডায়নাকে ইশারা ভাষাও শিখতে হয়েছে। বাস্তবে তাঁর মধ্যে কতটা গোয়েন্দা ভাব আছে, জানতে চাইলে হেসে বলেন, ‘ছোটবেলা থেকেই আমি গোয়েন্দা গল্পের পোকা। শার্লক হোমস আমার খুব প্রিয়। চুপচাপ বসে মানুষকে পর্যবেক্ষণ করতে ভালোবাসি, প্রচুর প্রশ্ন করি। মাঝেমধ্যে মনে হয়, অভিনেতার চেয়ে আমি গোয়েন্দা বেশি।’
তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটেই থাকেন ডায়না। ‘আমি খুবই অন্তর্মুখী। নিজের জীবন নিয়ে বেশি কথা বলতে ভালো লাগে না। কারও প্রতি যদি আমার অনুভব সত্যি ও গভীর হয়, তাহলে সেটি যতটা সম্ভব আড়ালেই রাখতে চাই।’
ওটিটির প্রসঙ্গে ডায়না বললেন, ‘ওটিটি আসায় প্রতিযোগিতা অনেক বেড়েছে বলে অনেকে বলেন। কিন্তু আমি প্রতিযোগিতাকে তেমনভাবে দেখি না। আমরা প্রত্যেকে আলাদা চরিত্রে, আলাদা গল্পে কাজ করি। তাই কারও সঙ্গে প্রতিযোগিতা মনে হয় না। আমার প্রতিযোগিতা আমার নিজের সঙ্গে। চেষ্টা করি আগের চেয়ে আরও ভালো কিছু করতে। ভুলগুলো শুধরে নিতে চাই।’
২০১২ সালে ‘ককটেল’ ছবি দিয়ে বলিউডে ডায়নার পথচলা শুরু হয়েছিল। এরপর ‘হ্যাপি ভাগ জায়েগি’, ‘পরমাণু’সহ আরও কিছু ছবিতে কাজ করেছেন। বলতে গেলে, উল্লেখযোগ্য ছবির সংখ্যা তুলনামূলক কম। তবে পছন্দের প্রশ্নে আপস করেননি কখনোই। বলেন, ‘আমি বিশ্বাস করি, যত বেশি কাজ করবেন, তত নিজের নতুন দিকগুলো উন্মোচিত হবে।’
আড্ডার এক পর্যায়ে নিজের আরেক পছন্দের দিক জানালেন ডায়না, ‘আমি অ্যাকশনধর্মী চরিত্র করতে খুবই আগ্রহী। এমনকি নিজেই স্টান্ট করতেও প্রস্তুত। অ্যাকশন ঘরানার ছবি আমার ভীষণ পছন্দ।’