জাহ্নবী কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
জাহ্নবী কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

চমকে দিলেন বৃষ্টিভেজা জাহ্নবী

ইনস্টাগ্রামে জাহ্নবী কাপুরের ভক্ত অনুসারীর অভাব নেই। তবে ইনস্টাগ্রামের জাহ্নবী আর পর্দার জাহ্নবী এক নন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আবেদনময়ী ছবি পোস্ট করেন; কিন্তু পর্দায় তাঁকে বেশির ভাগ সময়ই পাওয়া গেছে ‘পাশের বাড়ির মেয়ে’র চরিত্রে। তবে নতুন সিনেমা দিয়ে হয়তো এ পার্থক্য ঘোচতে চলেছে। বলিউড হাঙ্গামা অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক জাহ্নবী সম্পর্কে বিস্তারিত—

‘ধড়ক’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’, ‘বাওয়াল’, ‘মিলি’ থেকে ‘উলঝ’ কোনো সিনেমাতেই আবেদময়ী চরিত্রে হাজির হননি জাহ্নবী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
‘দেবারা’ সিনেমার প্রথম কিস্তির গানে খোলস ছেড়ে বের হন অভিনেত্রী। জাহ্নবীর ইনস্টাগ্রাম থেকে
তবে মুক্তির অপেক্ষায় থাকা ‘পরম সুন্দরী’ সিনেমার গানে পাওয়া গেল আবেদনময়ী জাহ্নবীকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
মুক্তির পর থেকেই এ সিনেমার দুই গান ‘পরদেশিয়া’ ও ‘ভিগি শাড়ি’ ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। অনেকে মনে করছেন, দুই গানে ফিরেছে বলিউডের পুরোনো মেলোডি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
‘ভিগি শাড়ি’ গানটিতে বৃষ্টিতে ভিজেছেন জাহ্নবী আর সিদ্ধার্থ মালহোত্রা। গানে জাহ্নবীর আবেদনময়ীর উপস্থিতির প্রশংসা করেছেন অনেক দর্শক। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
গানের পর গতকাল এসেছে সিনেমাটির ট্রেলার। মুক্তির পর যা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
উত্তর ভারত ও দক্ষিণ ভারতের সাংস্কৃতিক পার্থক্য নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
তুষার জালোটা পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২৯ আগস্ট। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে