চালের রুটি, আর কী পছন্দ রাশমিকার

ভারতের ‘জাতীয় ক্রাশ’খ্যাত জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার জন্মদিন আজ। ১৯৯৬ সালের এই দিনে ভারতের কর্ণাটকে এই অভিনেত্রীর জন্ম। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে। তারপর ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘মিশন মজনু’, ‘পুষ্পা’, ‘সীতা রমম’, ‘ভারিসু’সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক এই অভিনেত্রী সম্পর্কে অজানা কিছু কথা।
রাশমিকা মান্দানার রয়েছে তিনটি স্নাতক ডিগ্রি—মনোবিজ্ঞান, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্যের ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী
মাসুম অপু
রাশমিকার প্রথম সিনেমা ‘কিরিক পার্টি’র নায়ক রক্ষিত শেঠির সঙ্গে বাগদান হয়েছিল এই অভিনেত্রীর। পরে ২০১৮ সালে তাঁরা আলাদা হয়ে যান
রাশমিকা মান্দানার পছন্দের অভিনেতারা হলেন রজনীকান্ত, রণবীর সিং ও শাহরুখ খান। এ ছাড়া হলিউডের এমা ওয়াটসনও তাঁর পছন্দের
শাকিরা ও জাস্টিন বিবারের গান শুনতে ভালোবাসেন এই অভিনেত্রী। এ ছাড়া রাশমিকা কোরীয় জনপ্রিয় ব্যান্ড বিটিএসের ভক্ত
ভ্রমণ করতে ভালোবাসেন এই অভিনেত্রী। তাঁর সবচেয়ে পছন্দের জায়গা লন্ডন
রাশমিকা মান্দানা ভোজনরসিক মানুষ। এই অভিনেত্রীর সবচেয়ে প্রিয় খাবার চালের রুটি
গত বছর ইন্টারনেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয় রাশমিকাকে। এর পাশাপাশি এবার বেঙ্গালুরু টাইমসের জরিপে ‘সবচেয়ে কাঙ্ক্ষিত নারী’র তকমাও পেয়েছেন তিনি। জানা গেছে, প্রতিটি সিনেমার জন্য রাশমিকা পারিশ্রমিক নেন চার থেকে ছয় কোটি রুপি
রাশমিকার প্রাণীদের ভালোবাসেন। তাঁর বাড়িতে রয়েছে অনেক কুকুরছানা। তিনি তাঁর পোষা প্রাণীর সঙ্গে অবসর কাটান