পরিচালক অনন্য মামুন বলিউড নায়ক সালমান খানের ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আজ আমার সাল্লু ভাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন ভাইজান। আপনি বিয়ে করেন নাই বলে বাংলাদেশ অনেক ছেলে আপনার ফর্মুলা ব্যবহার করে এখনো অবিবাহিত। এবার বিয়ে টা করেন।’
পরিচালক অনন্য মামুন বলিউড নায়ক সালমান খানের ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আজ আমার সাল্লু ভাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন ভাইজান। আপনি বিয়ে করেন নাই বলে বাংলাদেশ অনেক ছেলে আপনার ফর্মুলা ব্যবহার করে এখনো অবিবাহিত। এবার বিয়ে টা করেন।’

এবার বিয়ে টা করেন...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী সাদিয়া আয়মান, নাজনীন হাসান, শাহনাজ খুশিদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
দেশ নাটক–এর প্রযোজনায় বছরের শেষ নাটকে দেখা যাবে অভিনেত্রী নাজনীন হাসানকে। তিনি কাজের খবর দিয়ে লিখেছেন, ‘আমাদের মঞ্চ নাটক “জলবাসর”। এটি প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, বৈরিতা আর ওতপ্রোতভাবে মিশে যাওয়ার গল্প। যে গল্পে লোভ আর স্বার্থপরতার নগ্ন প্রকাশ আছে। এটি দেশ নাটক নাট্যদলের বছর শেষের মঞ্চায়িত নাটক।’ আগামীকাল রোববার এর প্রদর্শনী হবে মহিলা সমিতির মঞ্চে।
অভিনেত্রী শাহনাজ খুশি প্রায়ই ব্যক্তিগত অনুভূতি তুলে ধরেন। তিনি লিখেছেন, ‘মানুষ তার নিজের একান্ত ডায়েরিতেও জীবনের পুরো সত্যটা লিখতে পারে না। প্রতিনিয়তই সে তার বেদনা এবং ফাঁকি লুকিয়ে রাখে।’
কানের এক পাশে গোঁজা ফুল, হাসিমুখে সেই ছবি পোস্ট করে সাদিয়া আয়মান লিখেছেন, ‘তোমার জন্য সকাল দুপুর, বাজিয়ে কোনো বিষণ্ন সুর।’ কার জন্য, সেটাই ভক্তরা মন্তব্যে জানতে চেয়েছেন।
পরিচালক অনন্য মামুন বলিউড নায়ক সালমান খানের ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আজ আমার সাল্লু ভাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন ভাইজান। আপনি বিয়ে করেন নাই বলে বাংলাদেশ অনেক ছেলে আপনার ফর্মুলা ব্যবহার করে এখনো অবিবাহিত। এবার বিয়ে টা করেন।’
পরিচালক অনিমেষ আইচ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘মানুষের সবচেয়ে দীর্ঘ সংলাপটা ঘটে নীরবতার ভেতর—যেখানে শ্রোতা ও বক্তা, দু’জনই সে নিজে।’