বিজয় সেতুপতি
বিজয় সেতুপতি

যৌন হেনস্তার অভিযোগ, মুখ খুললেন ‘৯৬’ তারকা বিজয়

বড় পর্দায় খলনায়ক হিসেবে পরিচিত দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় সেতুপতিকে এবার বাস্তবেও ভিলেন বানানোর চেষ্টা চলছে—এমনটাই দাবি করছেন তিনি নিজেই। সম্প্রতি রাম্যা মোহন নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তা ও আর্থিক লেনদেন ঘিরে গুরুতর অভিযোগ আনেন। তবে সেই পোস্ট এখন মুছে ফেলা হয়েছে। এত দিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন বিজয়।

‘ডেকান ক্রনিকল’-এর সঙ্গে এক আলাপচারিতায় বিজয় সেতুপতি জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। অভিনেতা বলেন, ‘যাঁরা আমাকে একটুও চেনেন, তাঁদের কাছে এই অভিযোগ নিছক হাস্যকর মনে হবে। আমি জানি আমি কে। এমন কুরুচিকর অভিযোগে বিচলিত হই না। তবে আমার পরিবার ও কাছের বন্ধুরা এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন। আমি তাঁদের আশ্বস্ত করেছি—চিন্তার কিছু নেই।’

সিনেমার দৃশ্যে বিজয় সেতুপতি। আইএমডিবি

বিজয়ের ভাষ্য, ‘এই নারী কেবল সবার মনোযোগ আকর্ষণ করতে চাইছেন। কিছু সময়ের জন্য খ্যাতি পেতে চান। ঠিক আছে, তাঁকে সেটা পেতে দিন। তবে আমার পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি সাইবার অপরাধ বিভাগে অভিযোগ দায়ের করেছি। সাত বছর ধরে আমার সম্পর্কে নানা গুজব ও ফিসফিসানি শুনে আসছি। এসব কখনোই আমাকে প্রভাবিত করেনি, করবেও না।’

রাম্যা মোহনের অভিযোগ, বিনোদন জগতের এক পরিচিত তরুণী বিজয় সেতুপতির হাতে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকভাবে নিপীড়নের শিকার হয়েছেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তাঁকে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হতে হয়েছে। নিজের ‘এক্স’ (পূর্বতন টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রাম্যা লেখেন, ‘বিজয় সেতুপতির মতো শিল্পীরা অনৈতিক সুবিধার বিনিময়ে মেয়েদের অর্থের প্রস্তাব দেন। তিনি “কারাভান ফেভারস”–এর নামে ২ লাখ রুপি এবং “ড্রাইভ”–এর জন্য ৫০ হাজার রুপির প্রস্তাব দিয়েছিলেন।’

তিনি আরও লেখেন, ‘সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, কিছু অসংবেদনশীল মানুষ আসল সত্যটা বিশ্বাস না করে উল্টো অভিযোগকারীকে নিয়েই প্রশ্ন তুলছে। যেন ভুক্তভোগীকেই দোষী প্রমাণ করতে চায় সবাই।’

বিজয় সেতুপতি এর আগে শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর অভিনীত ‘মেরি ক্রিসমাস’ ছবিটিও ছিল আলোচিত। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘থালাইভন থালাইভি’, যেখানে তাঁর বিপরীতে ছিলেন নিত্যা মেনন।