Thank you for trying Sticky AMP!!

বাবার দেনা শোধ করতে কর্মবীর হয়ে গেল পূজা, এরপর যা হলো

২০১৯ সালে আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমা ‘ড্রিম গার্ল’ সুপারহিট হয়। চার বছর পর গত শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটির সিকুয়েল ‘ড্রিম গার্ল ২’। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক কমেডি-ড্রামা ঘরানার সিনেমাটির বিস্তারিত।
কোভিডের আগে বলিউডের অন্যতম সফল তারকা হয়ে ওঠেন আয়ুষ্মান খুরানা। ‘বেরেলি কি বরফি’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘বাধাই হো’, ‘বালা’ থেকে ‘ড্রিম গার্ল’—একের পর এক হিট সিনেমা উপহার দেন অভিনেতা

Also Read: পর্দায় নারী চরিত্রে অভিনয় করতে গিয়ে কী হয়েছিল, জানালেন আয়ুষ্মান

কোভিডের পর থেকেই ছন্দপতন। আয়ুষ্মানের কোনো সিনেমাই ব্যবসা করতে পারছিল না। তবে অভিনেতা আবার ফেরার ইঙ্গিত দিয়েছেন ‘ড্রিম গার্ল ২’ দিয়ে। প্রথম দিনই ছবিটি ব্যবসা করেছে ১০ কোটি ৬৯ লাখ রুপি। যা চলতি বছর প্রথম দিনে আয় করা হিন্দি সিনেমার বিচারে যথেষ্ট ভালো। এটি অভিনেতার ক্যারিয়ারের কোনো সিনেমার প্রথম দিনে সর্বোচ্চ আয়
দর্শক পছন্দের ইঙ্গিত দিলেও সমালোচকেরা ছবিটিকে ‘গড়পড়তা’ বলে রায় দিয়েছেন। ছবির গল্প কর্মবীর ওরফে করম সিংকে নিয়ে। দেনার দায়ে জর্জরিত বাবাকে বাঁচাতে নতুন বুদ্ধি করে কর্মবীর। নারী সেজে সে পারফর্ম করতে শুরু করে। আগে থেকেই নারী কণ্ঠে কথা বলার অদ্ভুত ক্ষমতা ছিল তার, তাই তাকে নতুন রূপে কেউ চিনতে পারে না। কর্মবীরের নাম হয় পূজা। ঝামেলা বাধে তখনই, যখন পূজার বিয়ের প্রস্তাব আসে
ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অনন্যা পান্ডে। আগের কিস্তিতে অবশ্য নায়িকা ছিলেন নুসরাত ভারুচা। তবে দ্বিতীয় কিস্তিতে তাঁকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে আগে দেওয়া সাক্ষাৎকারে মন খারাপ হওয়ার কথা জানিয়েছিলেন তিনি
আয়ুষ্মান, অনন্যা ছাড়াও ছবিটিতে আছেন পরিচিত সব অভিনয়শিল্পী। যাঁদের মধ্যে আছেন পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, আন্নু কাপুর