Thank you for trying Sticky AMP!!

মাধুরী দীক্ষিতের মা মারা গেছেন

সন্তানদের সঙ্গে স্নেহলতা দীক্ষিত

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত মারা গেছেন। আজ সকালে মুম্বাইয়ে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। স্নেহলতা দীক্ষিতের বয়স হয়েছিল ৯০।
মাধুরী দীক্ষিত ও তাঁর স্বামী শ্রীরাম নেনে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের প্রিয় আই (মা), স্নেহলতা দীক্ষিত, আজ সকালে তাঁর প্রিয়জনদের উপস্থিতিতেই শান্তিতে চলে গিয়েছেন।’

চার ভাইবোনের মধ্যে মাধুরী সবচেয়ে ছোট। মাকে নিয়ে আগে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী বলেছিলেন, ‘সিনেমায় কাজ করার পরও ঘর এলোমেলো করার জন্য মায়ের কাছে প্রচুর বকা খেয়েছি। এভাবেই বড় হয়েছি। এখনো বকা খাই, তবু একই রয়ে গিয়েছি।’

Also Read: মাধুরী যখন ‘পারফেক্ট’ মা

গত বছর মায়ের ৯০ বছরের জন্মদিনে মাধুরী দীক্ষিত ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, আই। সবাই বলে মায়ের সেরা বন্ধু তাঁর মেয়ে। এর থেকে ঠিক কথা আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা করেছ, যা শিখিয়েছ; তুমিই আমার সবচেয়ে বড় উপহার। তোমার সুস্বাস্থ্য কামনা করি।’

মায়ের সঙ্গে মাধুরী

মাধুরীর মা স্নেহলতা দীক্ষিত একবার মাধুরীর সঙ্গে গানের রেকর্ডিংয়ে গিয়েছিলেন। সেই স্মৃতি স্মরণ করে পরিচালক অনুভব সিনহা বলেছিলেন, ‘২০১৩ সালে “গুলাব গ্যাং’ ছবিতে মাধুরীকে গাওয়ার অনুরোধ করেছিলাম। রেকর্ডিংয়ের সময় সে মাকে নিয়ে এসেছিল। তখন দেখলাম, মাধুরীর মা নিজেও দারুণ গান করেন।’
আজ বিকেল ৩টায় মুম্বাইয়ের ওরলি শ্মশানঘাটে স্নেহলতা দীক্ষিতের শেষকৃত্য সম্পন্ন হবে।