বলিউডের প্রবীণ ব্যক্তিত্ব নির্মল কাপুর আর নেই। চিত্রনির্মাতা বনি কাপুর, অভিনেতা অনিল কাপুর ও সঞ্জয় কাপুরের মা নির্মল কাপুর বৃহস্পতিবার (২ মে) বিকেলে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি।
নির্মল কাপুরের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। আজ শনিবার মুম্বাইয়ের পবন হংস শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের অনেক তারকা ও কাছের মানুষজন।
বনি কাপুর ইনস্টাগ্রামে একটি আবেগময় পোস্টে মা নির্মল কাপুরের প্রতি শ্রদ্ধা জানান। তিনি লেখেন,‘ওনার উদার স্বভাব ও অসীম ভালোবাসা ছুঁয়ে গেছে তাঁদের, যাঁরা তাঁর সান্নিধ্যে এসেছেন। তিনি আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।’
এই পোস্টে তিনি পরিবারের সদস্য অনিল, সঞ্জয়, রীনা, সোনম, অর্জুন, আংশুলা, জাহ্নবী, খুশি কাপুরসহ সবার নাম উল্লেখ করেন।
নির্মল কাপুরের মৃত্যুসংবাদ শোনার পর গতকাল শুক্রবার রাতেই শেষ শ্রদ্ধা জানাতে কাপুর পরিবারের বাসায় ছুটে যান বলিউডের একাধিক তারকা। উপস্থিত ছিলেন রানী মুখার্জি, রাভিনা ট্যান্ডন, অনন্যা পান্ডে, রাশা থাডানি, সুহানা খানসহ আরও অনেকে। আজ শেষকৃত্যে অংশ নেন করণ জোহর, অনুপম খের, সোনম কাপুর, অর্জুন কাপুর, হর্ষবর্ধন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুরসহ পরিবারের অন্য সদস্যরা।