রেখা। ছবি: এক্স থেকে
রেখা। ছবি: এক্স থেকে

যে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিতর্কের মুখে পড়েন রেখা

দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন রেখা। কয়েকটি সিনেমায় তাঁকে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ও করতে দেখা গেছে। তবে একটি সিনেমায় রেখা অভিনয় করেছিলেন এমন এক সাহসী চরিত্রে, যা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি হলো ‘আস্থা: ইন দ্য প্রিজন অব স্প্রিং’। ছবিটি বানিয়েছিলেন বাসু ভট্টাচার্য।

কী ছিল ছবির গল্প
প্রায় সাড়ে তিন ঘণ্টার দীর্ঘ ছবিটি ছিল একটি ইরোটিক ড্রামা, যেখানে সমাজ ও সংসারের সীমানা ছাড়িয়ে একজন গৃহবধূর দ্বিধাগ্রস্ত জীবনের গল্প ফুটে উঠেছে। রেখার চরিত্র একজন মধ্যবিত্ত গৃহবধূর, যিনি পরে আর্থিক প্রয়োজনে যৌনকর্মী হিসেবে কাজ শুরু করেন। তাঁর স্বামী অমর চরিত্রে ছিলেন ওম পুরি।

রেখার এই চরিত্র দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। অনেকেই সমালোচনা করেন তাঁর এমন সাহসী চরিত্র বেছে নেওয়া নিয়ে। পরবর্তী সময়ে একটি সাক্ষাৎকারে রেখা বলেন, ‘“আস্থা”ছবির পর আমার চরিত্র নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু আমি কোনো চরিত্রে অভিনয় করতে দ্বিধা করি না। এখন এমন অবস্থানে পৌঁছেছি, যেখানে যেকোনো চরিত্রকে যথাযথভাবে পর্দায় তুলে ধরতে পারি, তা সে মা, ভাবি, নেতিবাচক বা ইতিবাচক—যে চরিত্রই হোক না কেন।’

‘আস্থা: ইন দ্য প্রিজন অব স্প্রিং’ সিনেমার পোস্টার। আইএমডিবি

রেখা ও ওম পুরির সেই দৃশ্য
এ ছবির সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল রেখা ও ওম পুরির একটি ঘনিষ্ঠ দৃশ্য, যেখানে তাঁরা একটি চেয়ারে বসে অন্তরঙ্গ হচ্ছেন। শুটিংয়ের সময়, এ দৃশ্য এতটাই বাস্তবভাবে ধারণ করার চেষ্টা চলছিল যে ওজনের চাপে চেয়ারটি প্রায় ভেঙেই গিয়েছিল।

তথ্যসূত্র: ডিএনএ