হৃতিকের সঙ্গে শ্রেয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
হৃতিকের সঙ্গে শ্রেয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

হৃতিকের সঙ্গে থাকা শিশুটি আজকের আলোচিত অভিনেত্রী

অ্যামাজন প্রাইমের সিরিজ ‘বন্দিশ ব্যান্ডিটস’ দিয়ে নজর কাড়েন তরুণ অভিনেত্রী শ্রেয়া চৌধুরী। এক সিরিজ দিয়েই বলা যায় ক্যারিয়ারের গতিপথ বদলে গেছে তাঁর। এদিকে গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে ‘বন্দিশ ব্যান্ডিটস’-এর দ্বিতীয় মৌসুম। হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য।

২০২০ সালে মুক্তি পেয়েছিল ‘বন্দিশ ব্যান্ডিটস’-এর প্রথম মৌসুম। চার বছর পর গত মাসে মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুম। এবার ‘তামান্না’ চরিত্রে যেন আরও পরিণত শ্রেয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১৯৯৫ সালের ৬ নভেম্বর কলকাতায় জন্ম শ্রেয়ার। কলকাতায় জন্ম হলেও শৈশবেই তিনি চলে যান মহারাষ্ট্রের মুম্বাইয়ে। সেখানে মা-বাবার সঙ্গে থাকতেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেগ্রাম থেকে
মুম্বাইয়ে স্কুলের পড়াশোনা শেষ করে সেখানকার কলেজে ভর্তি হন শ্রেয়া। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল; স্কুল-কলেজে পড়ার সময় নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন তিনি। কলেজে পড়ার সময় একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার জেতেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রেয়া। মডেলিং থেকে বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান শ্রেয়া। ২০১৭ সালে বড় পর্দায় মুক্তি পায় ‘ডিয়ার মায়া’। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন মনীষা কৈরালা। এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় শ্রেয়াকে। অভিনেত্রীর ইনস্টা
বড় পর্দায় অভিনয়ের পর তিন বছর অভিনয় করতে দেখা যায়নি শ্রেয়াকে। বিভিন্ন পত্রিকার প্রচ্ছদের জন্য শুট করতেন তিনি। ২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘বন্দিশ ব্যান্ডিটস’-এ নাসিরুদ্দিন শাহ, অতুল কুলকার্নির মতো তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পান শ্রেয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
‘বন্দিশ ব্যান্ডিটস’ সিরিজ়ে হৃতিক ভৌমিকের সঙ্গে জুটি বাঁধেন শ্রেয়া। রাতারাতি জনপ্রিয়তা পায় তাঁদের সম্পর্কের রসায়ন। তমান্না চরিত্রে অভিনয় করে বহুল প্রশংসা কুড়োন শ্রেয়া। কিন্তু তার পর আর কোথাও দেখা যায়নি নায়িকাকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
চার বছর পর ওটিটির পর্দায় মুক্তি পেয়েছে আলোচিত সিরিজের দ্বিতীয় মৌসুম। এবারও অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন তিনি।
ছোটবেলা থেকেই বলিউড তারকা হৃতিক রোশনের বড় ভক্ত শ্রেয়া। হৃতিকের মতো শ্রেয়াও ফিটনেস নিয়ে সচেতন। তরুণ এ অভিনেত্রী অনেক আগে থেকেই ফিটনেসের সঙ্গে হৃতিককে অনুসরণ করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ জানুয়ারি হৃতিক রোশনের সঙ্গে ছোটবেলার একটি ছবি শেয়ার করে এ বিষয়ে সবিস্তার জানান শ্রেয়া। তিনি বলেন, ‘নিজেকে যে ভালোবাসতে হয়, সবার আগে স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হয়, এটা আমি হৃতিক রোশনকে দেখেই শিখেছি।’ শ্রেয়া জানান, ছোটবেলায় স্বপ্নের নায়কের সঙ্গে একবার দেখা হয়েছিল, সে ছবিটিই তিনি শেয়ার করেছেন। মন্তব্যের ঘরে, শ্রেয়াকে ধন্যবাদ জানান হৃতিক। তাঁকে ‘সত্যিকারের চ্যাম্পিয়ন’ বলেও অভিহিত করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে