Thank you for trying Sticky AMP!!

‘নেপোলিয়ন’–এ হোয়াকিন ফিনিক্স। ছবি: আইএমডিবি

কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

নেপোলিয়ন
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
সাবেক ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের জীবনের সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি গত নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। রিডলি স্কট পরিচালিত সিনেমাটিতে নেপোলিয়নের চরিত্রে অভিনয় করেছেন হোয়াকিন ফিনিক্স।

‘নেপোলিয়ন’–এ হোয়াকিন ফিনিক্স। ছবি: আইএমডিবি

তাঁর স্ত্রীর চরিত্রে দেখা গেছে ভানেসা কিরবিকে। ঐতিহাসিক ড্রামা সিনেমাটি মুক্তির পর সেভাবে ব্যবসা করতে না পারলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। চলচ্চিত্রটি এবার এসেছে ওটিটিতে, চলতি বছরের অস্কারে বেশ কয়েকটি বিভাগে মনোনয়ন পেয়েছে এটি।

ওয়েডিং ইমপসিবল
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষন: চলমান
১২ পর্বের রোমান্টিক কোরীয় সিরিজ। গত ২৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে এটির প্রথম পর্ব, বাকিগুলো পর্যায়ক্রমে আসবে আগামী ২ এপ্রিল পর্যন্ত।

Also Read: ওটিটি: কী দেখবেন, কোথায় দেখবেন

কোয়ান ইয়ং-ইল পরিচালিত এ সিরিজে অভিনয় করেছেন জেওন জং-সেও, মুন সাং-মিন, কিম ডো-ওয়ান প্রমুখ।

`ওয়েডিং ইমপসিবল'–এর দৃশ্য। আইএমডিবি

ওয়েডিং ইমপসিবলস্পেসম্যান
ধরন: সিনেমা
স্ট্রমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
সায়েন্স ফিকশন ড্রামা সিনেমাটি বানিয়েছেন জোহান রেনক। ২০১৭ সালে লেখা জারোস্লাভ কালফারের উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন অ্যাডাম স্যান্ডলার, ক্যারি মুলিগান, কুনাল নায়ার, ইজাবেলা রোসেল্লিনি প্রমুখ।

সানফ্লাওয়ার ২
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: চলমান
২০২১ সালে মুক্তি পেয়েছিল বিকাশ বেহেল পরিচালিত এই ব্ল্যাক কমেডি সিরিজের প্রথম কিস্তি। মুক্তির পর দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তাও পেয়েছিল।

‘সানফ্লাওয়ার’–এ সুনীল গ্রোভার। ইনস্টাগ্রাম থেকে

তিন বছর বিরতির পর মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় কিস্তি। সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুনীল গ্রোভার। নতুন সিজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী অদা শর্মা। সিরিজটির গল্প মুম্বাইয়ের একটি বহুতল আবাসিক ভবন সানফ্লাওয়ারে ঘটে যাওয়া হত্যারহস্য নিয়ে।