Thank you for trying Sticky AMP!!

রানী মুখার্জি

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভপাত, বেদনাদায়ক অধ্যায়কে প্রকাশ্যে আনলেন রানী মুখার্জি

নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালোবাসেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। তবে এবার নিজের জীবনের এক অত্যন্ত বেদনাদায়ক অধ্যায়কে প্রকাশ্যে মেলে ধরলেন তিনি। ইন্ডিয়া টুডে অনলাইনের এক প্রতিবেদনে রানী জানিয়েছেন, কোভিড মহামারির সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। পাঁচ মাসের অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় তাঁর গর্ভপাত হয়েছিল।

Also Read: সিনেমার ট্রেলার দেখে দর্শক কাঁদছেন, আগে শুনিনি: রানী মুখার্জি

২০১৫ সালের ৯ ডিসেম্বর রানী তাঁর প্রথম কন্যাসন্তান আদিরার জন্ম দিয়েছিলেন। এরপর কোভিডের সময় দ্বিতীয়বার তিনি মা হতে চলেছিলেন। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তাঁর দ্বিতীয়বার আর মা হওয়া হয়নি। সম্প্রতি মেলবোর্নে আয়োজিত ‘ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসব ২০২৩ মেলবোর্ন’-এর আসরে রানী তাঁর জীবনের এই বিষাদময় ঘটনার কথা তুলে ধরেছিলেন।

এই চলচ্চিত্র উৎসবে রানী অভিনীত ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ নিয়ে আলাপের সময় উঠে আসে তাঁর গর্ভপাতের বিষয়টি। এই বলিউড নায়িকা বলেছেন, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির প্রচারণার সময় তিনি এ কথা বলেননি; কারণ, মানুষের মনে হতে পারে, ছবির প্রচারের জন্য এ কথা বলছেন রানী।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে রানি

মেলবোর্নের মঞ্চে রানী বলেন, ‘এই প্রথমবার আমি আমার জীবনের ব্যাপারে এভাবে জনসমক্ষে কথা বলছি। “মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে” ছবির সময় আমি আমার বেদনার কথা ব্যক্ত করতে পারিনি। চাইনি যে মানুষ আমার ব্যক্তিগত জীবন আর আমার ছবিকে এক করে ফেলেন। যেন না বলেন, এটা আমার ছবি প্রচারণার অস্ত্র। ২০২০ সালে আমি গর্ভবতী ছিলাম। তখন দ্বিতীয়বার মা হতে চলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, আমার পাঁচ মাসের বাচ্চাকে হারিয়ে ফেলেছিলাম। আমার গর্ভপাত হয়ে যায়।’

Also Read: ছুটি চান না রানী মুখার্জি

রানী আরও খোলাসা করে বলেন, ‘এই বেদনাদায়ক ঘটনার প্রায় ১০ দিন পর “মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে” ছবির জন্য প্রযোজক নিখিল আদবানির পক্ষ থেকে আমার কাছে ফোন আসে। নিখিল ও পরিচালক অসীমা ছিব্বার এই গর্ভপাতের বিষয়ে জানতেন না।’

রানী ছবিটি করার জন্য সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘ছবিটা এ কারণে করিনি যে আমি সদ্য সন্তানকে হারিয়েছিলাম। আমার “হ্যাঁ” বলার কারণ ছিল এই যে কিছু ছবি আপনার কাছে এমন সময় আসে, যখন আপনি সেই একই আবেগের মধ্য দিয়ে যান।’

রানী মুখার্জি অভিনীত ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি চলতি বছরের ১৭ মার্চ মুক্তি পেয়েছিল। অসীমা ছিব্বার পরিচালিত ছবিটি নরওয়েতে বসবাসকারী এক বাঙালি পরিবারকে ঘিরে। সত্য ঘটনার আধারে নির্মিত এই ছবিতে রানীকে দুই সন্তানের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল।

Also Read: সিনেমার ট্রেলার দেখে দর্শক কাঁদছেন, আগে শুনিনি: রানী মুখার্জি