
সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ শুক্রবার বেলা ১১টার দিকে ধরা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থার এএনআই একটি ভিডিও তাঁদের এক্স হ্যান্ডলে প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, পুলিশের গাড়ি থেকে নামিয়ে থানায় ঢোকানো হচ্ছে অভিযুক্তকে। মুম্বাই পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে আপাতত আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরই গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হবে।
সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ ধারণা করেছিল, ঘটনার পর সকালের প্রথম লোকাল ট্রেন ধরে ভাসাই ভিরারের দিকে রওনা দেন ওই ব্যক্তি।
ভাসাই, নালাসোপারা ও ভিরার এলাকাজুড়ে তল্লাশি চালানো শুরু করে মুম্বাই পুলিশের দল। কয়েক ঘণ্টার চিরুনি তল্লাশি শেষে সিসিটিভিতে মুখ দেখা যাওয়া ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা।
আজ শুক্রবার সকালে মুম্বাই পুলিশ জানিয়েছে, তারা সাইফের পিঠ থেকে বের করা ছুরির অংশটি হাতে পেয়েছে। ওই ছুরির বাকি অংশ কোথায়, তা উদ্ধারের চেষ্টা চলছে।
গত বুধবার রাতে বান্দ্রার ১১ তলার ফ্ল্যাটে হামলার শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সাইফের শরীরে ছয়বার ছুরিকাঘাত করা হয়। এরপর তাঁকে লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। গতকাল সেখানে টানা পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর সাইফকে শঙ্কামুক্ত ঘোষণা করেন চিকিৎসকেরা।