বরুণ ধাওয়ান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
বরুণ ধাওয়ান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

শুটিংয়ে আহত বরুণ, কী হয়েছে অভিনেতার

ভারতের হৃষিকেশে শুটিংয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। বরুণ নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোট পাওয়ার খবর জানিয়েছেন।
২২ মার্চ থেকে উত্তরাখন্ডের হৃষিকেশে নতুন সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমার শুটিং শুরু করেছেন। এ ছবিতে বরুণের সঙ্গে আছেন দক্ষিণি তারকা পূজা হেগড়ে। শুটিং শুরুর পঞ্চম দিনেই এসে জানা গেল, বরুণের আহত হওয়ার খবর।

ইনস্টাগ্রামে বরুণের পোস্টের নিচে তাঁর অনেক ভক্ত চোটের বিস্তারিত জানতে চেয়েছেন। কেউ আবার তাঁর দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করেছেন। তবে বরুণ এ বিষয়ে আর বিশদে কিছু জানাননি।

এর আগের পূজা হেগড়ের সঙ্গে ছবি দিয়ে অভিনেতা লিখেছেন, ‘হৃষিকেশে দুর্দান্তভাবে শুটিং শুরু হলো।’

শুটিংয়ে বরুণ ও পূজা। বরুণের ইনস্টাগ্রাম থেকে

জানা গেছে, নব্বই দশকের জনপ্রিয় একটি হিন্দি সিনেমার প্রেরণায় নির্মিত হচ্ছে বরুণ অভিনীত নতুন এই সিনেমা। রমেশ তিওয়ারি প্রযোজিত এ সিনেমায় বরুণ, পূজা ছাড়াও আছেন ম্রুণাল ঠাকুর ও দক্ষিণি অভিনেত্রী শ্রীলীলা। গত বছর জুনে সিনেমাটির প্রথম কিস্তির শুটিংয়ে অংশ নেন বরুণ।

বরুণকে শিগগিরই পর্দায় দেখা যাবে ‘সানি সংস্কারি কী তুলসী কুমারী’ সিনেমায়। এ ছবিতে তাঁর জুটি জাহ্নবী কাপুর। অন্যদিকে পূজা অভিনীত ‘রেট্রো’ সিনেমাটিও শিগগিরই মুক্তি পাবে।