আজ খ্রিষ্টধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই দিনে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন বলিউড তারকারাও। দেখে নেওয়া যাক এই দিনে তাঁরা কে কী করছেন।
বিয়ের পর প্রথম বড়দিন। কিছুদিন আগে মা হওয়া আলিয়া ভাট প্রথম বড়দিন পালন করছেন শ্বশুরবাড়িতেই। শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে বড়দিনের সাজে এই ছবি স্টোরি দিয়ে লিখেন, ‘আমার পুরো পৃথিবী’মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে সেলফি শেয়ার করে ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন
বিজ্ঞাপন
পরিবার নিয়ে এবারে বড়দিন লন্ডনে উদ্যাপন করছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সেখানে মা, বোন, স্বামী রাজ কুন্দ্রা ও দুই সন্তান উপস্থিত ছিলেনলস অ্যাঞ্জেলেস থেকে পরিবারের সঙ্গে উদ্যাপন করা বড়দিনের একটি ভিডিও শেয়ার করেছেন প্রীতি জিনতা। বলিউড এই অভিনেত্রীকে এখন অভিনয়ে বেশি দেখা যায় না। তিনি এখন বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত
বিজ্ঞাপন
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবির মধ্য দিয়ে ইতিমধ্যে বলিউডে অভিষেক হয়ে গেছে এই অভিনেত্রীর। ক্রিসমাস ট্রির সঙ্গে ছবি দিয়ে বড়দিনের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গেপরিবারের সঙ্গে বড়দিনের উপভোগ করছেন অভিনেতা ফারহান আখতার। বাড়িতেই সাজিয়েছেন ক্রিসমাস ট্রি। সেই ট্রির সামনে স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশে বলেছেন, ‘তোমাকে ও তোমার আপনজনকে বড়দিনের শুভেচ্ছা।’অভিনেত্রী কারিশমা কাপুর সেজেছেন সান্তা ক্লজের রূপে। উচ্ছ্বসিত একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ক্রিসমাস কুকিজ ও কফি। সবাইকে আনন্দ, সুখ ও উল্লাসে ভরা বড়দিনের শুভেচ্ছা।’