জাইরা ওয়াসিম। ছবি: ইনস্টাগ্রাম থেকে
জাইরা ওয়াসিম। ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিয়ে করলেন ‘দঙ্গল’কন্যা জাইরা

পাঁচ বছর আগে ধর্মীয় কারণে অভিনয় ছেড়েছিলেন ‘দঙ্গল’ সিনেমা দিয়ে খ্যাতি পাওয়া অভিনেত্রী জাইরা ওয়াসিম। দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এবার দীর্ঘ বিরতির পর ইনস্টাগ্রামে ফিরে সবাইকে চমকে দিলেন তিনি—জানালেন বিয়ের খবর। খবর মিড ডের

‘দঙ্গল’ থেকে আলোচনার কেন্দ্রে
২০১৬ সালে আমির খানের ব্লকবাস্টার ‘দঙ্গল’-এর মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রাখেন জাইরা ওয়াসিম। ছবিতে কুস্তিগির গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করে একলাফে পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। এরপর অভিনয় করেন ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘দ্য স্কাই ইজ পিংক’-এ, যেখানে তাঁর অভিনয় প্রশংসিত হয় সমালোচক ও দর্শকদের কাছে।

তবে খ্যাতির শীর্ষ মুহূর্তেই ২০১৯ সালে এক আবেগঘন পোস্টে জাইরা ঘোষণা দেন, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তাঁর কাজের দ্বন্দ্ব হচ্ছে, তাই তিনি চলচ্চিত্রজগৎ থেকে সরে যাচ্ছেন।

এই ছবি পোস্ট করে বিয়ে খবর জানিয়ছেন জাইরা ওয়াসিম। ইনস্টাগ্রাম থেকে

ফিরে এলেন বিয়ের খবরে
দীর্ঘ বিরতির পর জাইরা ওয়াসিম আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হলেন জীবনের নতুন অধ্যায় শুরু করার ঘোষণা দিয়ে। নিজের আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি শেয়ার করেছেন দুটি ছবি, যা তাঁর বিয়ের অনুষ্ঠানের বলে মনে করা হচ্ছে।

প্রথম ছবিতে দেখা যায়, জাইরা বিয়ের কাবিননামায় সই করছেন। হাতে রয়েছে শোভাময় মেহেদি ডিজাইন ও একটি দৃষ্টিনন্দন পান্নার আংটি। দ্বিতীয় ছবিতে নবদম্পতির পেছন দিক থেকে তোলা এক মনোরম দৃশ্য—চাঁদের আলোয় রাতের আকাশের নিচে দাঁড়িয়ে আছেন দুজন। জাইরার গাঢ় লাল দোপাট্টা জড়ানো, যাতে সোনালি সূচিকর্ম; পাশে বর পরেছেন ক্রিম রঙের শেরওয়ানি।

অভিনেত্রীর পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। যদিও জাইরা তাঁর স্বামীর নাম প্রকাশ করেননি। অনেকে কমেন্টে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন।

জাইরা ওয়াসিম। ছবি: ইনস্টাগ্রাম থেকে

অভিনয় থেকে অবসর
জাইরার শেষ চলচ্চিত্র ‘দ্য স্কাই ইজ পিংক’ মুক্তি পায় ২০১৯ সালে, যেখানে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেছিলেন। এর কিছুদিন পরই তিনি ঘোষণা দেন অভিনয় ছাড়ার।