তাঁর সুরেলা কণ্ঠে বরাবরই মুগ্ধ উপমহাদেশের শ্রোতারা। ‘১৯৪২: আ লাভ স্টোরি’, ‘খামোশি, দ্য মিউজিক্যাল’, ‘বোম্বে’, ‘হাম দিল দে চুকে সানাম’—নব্বইয়ের দশকে একের পর এক গানে মাতোয়ারা বলিউড। আজ এই কণ্ঠশিল্পীর জন্মদিন। এই দিনে রইল তাঁর কিছু ছবি ও জানা-অজানা গল্প।
