Thank you for trying Sticky AMP!!

যে ৫ কারণে শাহরুখের ‘জওয়ান’ নিয়ে এত আগ্রহ

যুক্তরাষ্ট্রে ‘জওয়ান’-এর অগ্রিম টিকিট বিক্রি শুরুর পর দর্শকের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়। পূর্বঘোষণা ছাড়াই ভারতের কয়েকটি প্রেক্ষাগৃহও অগ্রিম টিকিট ছেড়েছিল। সেখানেও একই অবস্থা। শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’ নিয়ে দর্শকের আগ্রহ বোঝাই যাচ্ছে। কিন্তু কেন ছবিটি নিয়ে এত আগ্রহ দর্শকের? আইএমডিবি, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
‘জওয়ান’ নিয়ে দর্শকের ব্যাপক আগ্রহের অন্যতম কারণ অবশ্যই শাহরুখ অভিনীত সর্বশেষ সিনেমা ‘পাঠান’। চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমাটিতে শাহরুখকে দেখে মুগ্ধ তাঁর দর্শকেরা। ছবিটি বক্স অফিসে এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করে। তাই দর্শকেরা মনে করছেন, ‘জওয়ান’-এ ‘পাঠান’-জাদুর পুনরাবৃত্তি করবেন শাহরুখ
‘জওয়ান’ বানিয়েছেন প্রশংসিত তামিল পরিচালক অ্যাটলি কুমার। বাণিজ্যিক সিনেমা নির্মাণে তাঁর আলাদা সুনাম রয়েছে। এর আগে ‘থেরি’, ‘মার্শাল’, ‘বিগিল’-এর মতো ব্যবসাসফল সিনেমা বানিয়েছেন তিনি। বাণিজ্যিক সিনেমায় শৈল্পিক উপাদান ব্যবহারে পটু তিনি। ফলে তিনি যখন শাহরুখের মতো তারকাকে নিয়ে সিনেমা বানাচ্ছেন, দর্শকের প্রত্যাশা আরও বেড়ে গেছে

Also Read: বাংলাদেশ–ভারতে একই দিনে শাহরুখের ‘জওয়ান’

‘জওয়ান’ নিয়ে দর্শকের আগ্রহের আরেকটি কারণ হতে পারে, ছবিটিতে বড় তারকার সমাহার। শাহরুখ তো আছেনই, সঙ্গে জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী নয়নতারাও আছেন। এই দুই তারকার জুটি দেখতে মুখিয়ে আছে দর্শকেরা। দীপিকা-শাহরুখের একসঙ্গে করা সিনেমা বরাবরই হিট হয়। যদিও ‘জওয়ান’-এ অতিথি চরিত্রে অভিনয় করেছেন দীপিকা, তারপরও দর্শক দুই তারকাকে আবার একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় আছেন। গত বছর মুক্তি পাওয়া ‘বিক্রম’-এ খল চরিত্রে চমকে দিয়েছিলেন বিজয় সেতুপতি। ‘জওয়ান’-এ-ও তিনি খলনায়ক। শাহরুখ ও বিজয়ের টক্করও দেখতে চান দর্শকেরা। এ ছাড়া ছবিটিতে আরও আছেন প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভারের মতো চেনা মুখ
‘জওয়ান’-এর ট্রেলার এখনো মুক্তি পায়নি। এর আগে নির্মাতাদের পক্ষ থেকে ছবিটির প্রিভিউ মুক্তি দেওয়া হয়। সেই ঝলকেই বাজিমাত করেছে ‘জওয়ান’। বিশেষ করে সিনেমায় শাহরুখের সংলাপ, অ্যাকশন আর টাক মাথার লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চর্চা হয়েছে
এখন হিন্দি সিনেমার ভালো সময় যাচ্ছে। ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’, ‘গদার ২’, ‘ওএমজি ২’ দুর্দান্ত ব্যবসা করছে, ‘ড্রিম গার্ল ২’-ও হাঁটছে একই পথে। সব মিলিয়ে দর্শকদের মধ্যে হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতা তৈরি হয়েছে। অন্য সিনেমাগুলো দেখছেন আর শাহরুখের সিনেমা নিয়ে আগ্রহ দেখাবেন না দর্শক, তা কি হয়!