Thank you for trying Sticky AMP!!

তখন আমি মিনি চিড়িয়াখানায় থাকতাম...

দশ বছর আগে বলিউডে অভিষেক। অবশ্য এক দশকের খুব বেশি সিনেমায় দেখা যায়নি তাঁকে। মূলত গ্ল্যামারাস চরিত্রই করছেন অভিনেত্রী। তিনি আর কেউ নন বাণী কাপুর। আজ ৩৫-এ পা দিয়েছেন তিনি। বাণীর জন্মদিন উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক কিছু তথ্য।
বাণীর ছোটবেলা কেটেছে একটি খামারবাড়িতে। যেখানে প্রচুর পোষা প্রাণী ছিল। মজা করে বাণী বলেন, ‘চিড়িয়াখানা’য় বড় হয়েছেন তিনি। ফিল্মফেয়ারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘তখন আমি মিনি চিড়িয়াখানায় থাকতাম। আমার বন্ধু ছিল হাঁস, বানর, কুকুর, ঘোড়াসহ নানা প্রাণী। মনে আছে, তখন আমাদের খামারবাড়িতে ৭০টি কুকুর ছিল, বিড়ালের সংখ্যা গুনে শেষ করা যাবে না’
বাণীকে বলিউডের অন্যতম ফিটনেস সচেতন অভিনেত্রী মনে করা হয়। তিনি দেখতেও ছিপছিপে গড়নের। কিন্তু একসময় তাঁর ওজন ছিল ৭৫ কেজি। ওজন বেশি থাকায় প্রথম কাজ থেকে বাদও পড়েন তিনি

Also Read: বাণী যখন কিম কার্ডাশিয়ান

এখন মডেলিং ও অভিনয়ে থিতু হলেও বাণী কাপুর পড়াশোনা করেছেন পর্যটনে। ট্যুরিজম স্টাডিজে স্নাতক তিনি
যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তি থাকায় ক্যারিয়ারের প্রথম দিকে বাইরের প্রযোজনা সংস্থার সিনেমায় অভিনয় করতে পারেননি বাণী। চুক্তি শেষ হওয়ার পর তাঁর সিনেমার সংখ্যা বেড়েছে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সিনেমার সংখ্যা কম হলেও চিন্তিত নন তিনি। চরিত্র পছন্দ না হলে তিনি কাজ করতে রাজি হন না
ক্যারিয়ারের শুরুর দিকে কেবল গ্ল্যামারাস চরিত্রেই অভিনয় করেছেন বাণী কাপুর। তবে এখন তিনি বৈচিত্র্যে নজর দিচ্ছেন। অভিষেক কাপুরের ‘চণ্ডীগড় করে আশিকি’-তে তাঁকে দেখা যায় ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে