ভারতের প্রথম এআই ইনফ্লুয়েন্সার কাব্য মেহরা
ভারতের প্রথম এআই ইনফ্লুয়েন্সার কাব্য মেহরা

সালমানের বিগ বস প্রতিযোগী কাব্য মেহরা নিয়ে আলোচনা, মানুষ না অন্য কিছু

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’–এর ভক্তদের জন্য আসছে বড় চমক। সালমান খান সঞ্চালিত এ শোর ১৯তম সিজন শুরু হচ্ছে আগামী মাসে। এবার এর পরিধি হবে আগের চেয়ে অনেক বড়—চলবে প্রায় সাড়ে পাঁচ মাস। তবে প্রতিযোগীদের তালিকা এখনো প্রকাশিত না হলেও ইতিমধ্যে একজন প্রতিযোগীর নাম ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। তিনি হলেন কাব্য মেহরা।

কাব্য মেহরা হলেন ভারতের প্রথম এআই ইনফ্লুয়েন্সার মা, যাঁকে তৈরি করেছে কালেকটিভ আর্টিস্ট নেটওয়ার্ক। তবে তিনি শুধু ভার্চ্যুয়াল চরিত্র নন, একজন আধুনিক ভারতীয় মায়ের প্রতিচ্ছবি। রান্না, পরিবার, জীবনের নানা দিক এবং মানসিক-শারীরিক সুস্থতা নিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করেন তিনি। তাঁর এই গল্পগুলো তৈরি করা হয়েছে আসল মায়েদের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে। তাই তাঁর কনটেন্ট ভারতীয় মায়েদের কাছে বাস্তবধর্মী বলে মনে হয়।
শুধু তা–ই নয়, কাব্য বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেন, জীবনধারা ও ফ্যাশন কনটেন্ট তৈরি করেন নিয়মিত। আর এবার যদি তিনি সত্যিই বিগ বসে প্রবেশ করেন, তা হবে ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা।

কাব্য মেহরা

অনেকেই মনে করছেন, টেলিভিশনে কাব্যর মতো একটি এআই চরিত্রকে দেখানো হলে দর্শকের সঙ্গে প্রযুক্তির সম্পর্ক নতুন রূপ পাবে। যদিও এখনো নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের রোবোটিক পুতুল ‘হাবুবু’-কেও প্রতিযোগী হিসেবে আনার আলোচনা চলেছে। হাবুবু সাতটি ভাষায় কথা বলতে পারে, যার মধ্যে রয়েছে হিন্দিও।
এআই প্রতিযোগী নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। শেষ পর্যন্ত বিগ বসের ঘরে প্রবেশ করছেন কাব্য মেহরা, নাকি আসছে আরও বড় চমক, তা জানার জন্য অপেক্ষা এখন শুধু সময়ের।

তথ্যসূত্র: পিঙ্কভিলা