প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান। বাবার পথ অনুসরণ করে তিনিও নাম লিখিয়েছেন অভিনয়ে। গত শুক্রবার ওটিটিতে মুক্তি পেয়েছে বাবিল অভিনীত নতুন সিনেমা। এর পর থেকেই আলোচনায় এই তরুণ অভিনেতা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
বাবিল খান অভিনীত নতুন সিনেমা ‘লগআউট’। সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে সাইবার থ্রিলার ঘরানার সিনেমাটি। অমিত গোলানি পরিচালিত এ ছবিতে বাবিল ছাড়াও আছেন রসিকা দুগ্গল। সামাজিক যোগাযোগমাধ্যম তরুণদের ওপর কী নেতিবাচক প্রভাব ফেলে, এই সিনেমায় সেটাই তুলে ধরেছেন নির্মাতা।
সিনেমার গল্প ইনফ্লুয়েন্সার প্রত্যুষ দুয়াকে নিয়ে। ভার্চ্যুয়াল দুনিয়ার বাসিন্দাদের নিয়ে বেশ খোশমেজাজেই কাটছিল তার। কিন্তু আচমকা এক ‘পাগল’ফ্যানের আবির্ভাবে প্রত্যুষের জীবন ওষ্ঠাগত হয়ে ওঠে। কোনোভাবে প্রত্যুষের মুঠোফোনটি চুরি করে নেয় সেই নারী–ভক্ত। ব্যস, প্রত্যুষের প্রাণপাখি চলে যায় তার হাতে।
রীতিমতো দিশাহারা হয়ে পড়ে প্রত্যুষ। পাগল–ভক্তরা কীভাবে তাদের আইডলদের জীবনে ভয়ংকর শত্রুতে পরিণত হয়, সেটাই দেখানো হয়েছে ‘লগআউট’-এ। সিনেমায় প্রত্যুষের চরিত্রে অভিনয় করেছেন বাবিল খান। এ চরিত্রের জন্যই সমালোচকদের প্রশংসা পাচ্ছেন তিনি।
অনেক গণমাধ্যম সিনেমাটিকে বিশেষ কিছু না বললেও পর্দায় বাবিলের পারফরম্যান্সকে যথাযথ বলেছেন। দ্য হিন্দু যেমন লিখেছে, ‘বাবিলকে পর্দায় দারুণ লেগেছে, জটিল চরিত্রটি ভালোভাবে সামলেছেন তিনি।’ হলিউড রিপোর্টার ইন্ডিয়া বলেছে, ‘এই সিনেমা বাবিলের ক্যারিয়ার আরও এক ধাপ এগিয়ে দেবে।’
২০১৭ সালে ‘কারিব কারিব সিঙ্গেল’ সিনেমা দিয়ে বলিউডের কাজ শুরু করেন বাবিল। ইরফান খান ও পার্বতী অভিনীত সে সিনেমায় তিনি ক্যামেরা সহকারী হিসেবে কাজ করেছিলেন। অভিনয়ের শুরু নেটফ্লিক্সের সিরিজ ‘কলা’ দিয়ে। ২০২৩ সালে আরেকটি সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’-এও বাবিলের অভিনয় প্রশংসা কুড়িয়েছিল।