এক ছবিতে আসছে ‘পাঠান’ ও ‘টাইগার’

শাহরুখ খান
এএনআই

যশ রাজ ফিল্মস আগেই ঘোষণা করেছে, ‘টাইগার’, ‘ওয়ার’-এর পর শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ও তাদের স্পাই ইউনিভার্সের অংশ। ‘পাঠান’-এ যেমন ‘টাইগার’রূপী সালমান খানকে দেখা গেছে, সেভাবেই সামনে সালমানে ‘টাইগার ৩’-তে শাহরুখকেও দেখা যাবে। তবে একে অন্যের ছবিতে কেবল অতিথি উপস্থিতি নয়, ভক্তদের চাওয়া ছিল, সালমান ও শাহরুখকে নিয়ে বড় আকারে আলাদা সিনেমা। তাঁদের সেই প্রত্যাশাও পূরণ হতে চলেছে। আগামী বছরই ‘টাইগার’ ও ‘পাঠান’ নিয়ে ছবির কাজ শুরু করছে যশ রাজ ফিল্মস। খবর বলিউড হাঙ্গামার

ছবিটি নিয়ে প্রযোজনা সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, সামনে বড় আকারে ছবিটির ঘোষণা আসবে।

সালমান খান

২০২৪ সালের জানুয়ারিতেই শুরু হবে ছবিটির শুটিং। এর মধ্যেই নাকি শুটিংয়ের সূচি মিলিয়ে শাহরুখ খান ও সালমান খানের কাছে সময় চাওয়া হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, এটিই হতে যাচ্ছে হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় অ্যাকশন সিনেমা।

যশ রাজ স্পাই ইউনিভার্সের এ পর্যন্ত মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’ ব্যবসা সফল হয়েছে। তাই আরও জমাট গল্পের বুনট ও বড় বাজেটে এক সিনেমায় ‘টাইগার’ ও ‘পাঠান’কে হাজির করতে চাইছে প্রযোজনা সংস্থাটি। কেবল সালমান বা শাহরুখ নন, ‘ওয়ার’ ছবিতে গুপ্তচরের চরিত্রে অভিনয় করা হৃতিক রোশনকেও কোনো একটি ছবিতে যুক্ত করতে চাইছে যশ রাজ ফিল্মস।

বক্স অফিস বিশ্লেষকেরা মনে করছে, কোভিড-পরবর্তী সময়ে দর্শক এখন বিনোদনে ভরপুর সিনেমা দেখতে চাইছেন।

সম্প্রতি সাফল্য পাওয়া হিন্দি সিনেমাগুলো দেখলেই এ প্রবণতা স্পষ্ট হবে। তাই প্রযোজকেরা চাইছেন, দর্শকচাহিদা মেনে বিনোদননির্ভর সিনেমা তৈরি করতে।