সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশভোজ সারে সারা, আদিত্যরা। এক্স থেকে
সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশভোজ সারে সারা, আদিত্যরা। এক্স থেকে

সৌরভ গাঙ্গুলীর বাড়িতে কী কী খেলেন সারা, আদিত্যরা

গতকাল বৃহস্পতিবার কলকাতায় এসেছিলেন বলিউড তারকা সারা আলী খান ও আদিত্য রায় কাপুর। নিজেদের নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’র প্রচার করেন তাঁরা ইডেনে। এরপর রাতে বেহালায় সৌরভ গাঙ্গুলীর বাড়িতে সারেন নৈশভোজ। সারা-আদিত্যকে কী কী খাওয়ালেন সৌরভ? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

সৌরভের বাড়ি থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সারা-আদিত্য। পাশে সৌরভও ছিলেন। সারার চোখেমুখে উচ্ছ্বাস ধরা পড়ল। সারা বললেন, ‘খুব যত্ন করে, ভালোবেসে, বলে শেষ করতে পারব না, আমাদের কী কী খাওয়ানো হয়েছে।’ এরপর সৌরভের দিকে ফিরে বলেন, ‘ওই আলুর কী ছিল?’ তাতে সৌরভ জবাব দেন, ‘পোস্ত…!’

আদিত্য রায় কাপুর ও সারা আলী খানকে। এএফপি

এরপর সারা ফের বলেন, ‘আর মাছটাও দারুণ ছিল। ধন্যবাদ আমাদের ডেকে এত ভালো খাবার খাওয়ানোর জন্য।’

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘লাইফ ইন আ মেট্রো’র আত্মিক সিকুয়েল এই ‘মেট্রো ইন দিনো’ সিনেমাটি। তবে আগের সিনেমা থেকে অনুরাগ বসুর নতুন সিনেমায় আছেন কেবল কঙ্কণা সেন শর্মা। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি।

ট্রেলারে বরাবরের মতো এবারও সম্পর্কের জটিলতা ফুটিয়ে তুলেছেন অনুরাগ। ছবিতে চার জুটির সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। আগামী ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।