Thank you for trying Sticky AMP!!

নয়নতারা। ইনস্টাগ্রাম থেকে

ডায়ানা মরিয়ম কুরিয়ান থেকে ‘লেডি সুপারস্টার’

পুরোপুরি বাণিজ্যিক ঘরানার সিনেমা থেকে শৈল্পিক ঘরানার সিনেমায় দেখা গেছে তাঁকে। দুই দশকের বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। এই অভিনেত্রী আর কেউ নন নয়নতারা। আজ অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে ডেকান ক্রনিকল অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য।
১৯৮৪ সালের ১৮ নভেম্বর ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে জন্ম নয়নতারার। তাঁর আসল নাম ডায়ানা মরিয়ম কুরিয়ান। পরে তিনি পরিচিতি পান নয়নতারা নামে
অভিনয়ে আসার আগে তিনি টিভি অনুষ্ঠান সঞ্চালনা করতেন। ২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মানাস্সিনাকারে’ দিয়ে সিনেমায় অভিষেক। এরপর গত দুই দশকে তাঁকে দেখা গেছে তামিল, তেলেগু, মালয়ালমসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায়

Also Read: বিদায় নয়, ফিরছেন নয়নতারা

নয়নতারার সবচেয়ে বড় শক্তির জায়গা, সাধারণ দর্শক থেকে সমালোচক—সবার কাছে তাঁর গ্রহণযোগ্যতা। শৈল্পিক ধারার সিনেমা থেকে বাণিজ্যিক ধারার সিনেমায় সমানতালে দেখা গেছে তাঁকে
‘অভ্য’, ‘চন্দ্রমুখী’, ‘দুবাই সেনু’ , ‘তুলসী’, ‘বিল্লা’, ‘ইয়ারাদি নি মোহিনী’, ‘বস এনজিরা ভাস্করন’, ‘রাজা রানি’, ‘আরম্ভাম’, ‘থানি অরুভান’, ‘মায়া’, ‘নানুম রৌডি ধান’, ‘ইরু মুগান’ থেকে সর্বশেষ ‘জওয়ান’—নয়নতারার আলোচিত সিনেমার সংখ্যা অনেক। তাঁর এই ব্যাপক সাফল্যে ভক্তরা তাঁকে ‘দক্ষিণের লেডি সুপারস্টার’ তকমা দিয়েছে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তিনি
‘জওয়ান’-এর আগেই শাহরুখ খানের সঙ্গে কাজ হতে পারত তাঁর। তবে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় আইটেম গানের প্রস্তাব পাওয়ার পরও তিনি তা ফিরিয়ে দেন
গত বছর চলচ্চিত্র নির্মাতা ভিগনেশ শিবমের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নয়নতারা। তাঁরা এখন যমজ সন্তানের মা-বাবা