Thank you for trying Sticky AMP!!

কৃতি শ্যানন

নির্মাতাদের ভাবনা বদলের আশায় কৃতি

দারুণ একটা সময় কাটাচ্ছেন কৃতি শ্যানন। চলতি বছর তাঁর অভিনীত দুটি ছবিই হিট। বছরের শুরুতে শহীদ কাপুরের সঙ্গে তাঁর ছবি ‘তেরে বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ বক্স অফিসে সাফল্যে পেয়েছে। কৃতি অভিনীত আরেকটি ছবি ‘ক্রু’ এখনো বক্স অফিসে টিকে আছে। ছবিটিতে তাঁর সঙ্গে আছেন টাবু ও কারিনা কাপুর খান।

Also Read: প্রথমবারের মতো অ্যাকশন হিরোইন রূপে কৃতি শ্যানন

নারীকেন্দ্রিক ছবিটি অনেক আগেই বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। ‘ক্রু’র ব্যবসা দেখে দারুণ খুশি কৃতি। তাঁর মতে, এবার নারীকেন্দ্রিক ছবির দিকে ঝুঁকবেন নির্মাতারা।

সম্প্রতি এক বিবৃতিতে কৃতি ‘ক্রু’ ছবির সাফল্য প্রসঙ্গে বলেছেন, ‘অনেক নির্মাতা মনে করেন, দর্শক নারীকেন্দ্রিক ছবি দেখতে বেশি আগ্রহী নন। কোনো ছবির প্রধান চরিত্রে যদি পুরুষ অভিনেতা না থাকে, তাহলে সেই ছবি নাকি দর্শককে টানতে পারবে না।

‘তেরি বাতোঁ মে আয়সা উলঝা জিয়া’র দৃশ্যে শহীদ কাপুর ও কৃতি শ্যানন। ছবি: আইএমডিবি

দীর্ঘ সময় পর্যন্ত নির্মাতারা নারীকেন্দ্রিক ছবি করার ঝুঁকি নিতেন না। তাঁরা ভাবতেন, নারীকেন্দ্রিক সিনেমা বানালে বিনিয়োগ ফেরত আসবে না। এ ছবি দিয়ে বদল শুরু হবে। আশা করি, ধীরে ধীরে নির্মাতারা এবার নারীকেন্দ্রিক ছবি করতে এগিয়ে আসবেন।’

কৃতির মতে, সব ছবির ক্ষেত্রে গল্প ভালো হওয়া প্রয়োজন। তাঁর ভাষ্যে, ‘কনটেন্ট যদি শক্তিশালী হয়, তাহলে নারীকেন্দ্রিক ছবিও ভালো ব্যবসা করবে।’

টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’ সিনেমার দৃশ্য

‘ক্রু’ ছবির চিত্রনাট্যের প্রসঙ্গে কৃতি বলেছেন, ‘আমি যখন রিয়া কাপুরের (ছবির অন্যতম প্রযোজক) কাছ থেকে প্রথম চিত্রনাট্য শুনি, তখনই মনে হয়েছিল, তিন নারীকে নিয়ে বিনোদনে ভরপুর এক ছবি।’

কৃতিকে এ ছবিতে ‘দিব্যা রানা’ নামের এক বিমানবালর চরিত্রে দেখা গেছে। নিজের চরিত্রের প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেছেন, ‘এ ছবিতে আমার অভিনীত চরিত্রের সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পাই।

কৃতি শ্যানন

ছবিতে অনেক সময় দিব্যা মনে করে, সে যেখানে পৌঁছাতে চায়, সেখানে পৌঁছাতে পারবে না। জীবনের অনেক ক্ষেত্রে আমারও একই রকম অনুভূতি হতো।’