জন্মদিনে ছবিতে নন্দনা সম্পর্কে কিছু তথ্য

বাবা অর্থনীতিবিদ অমর্ত্য সেন, মা লেখক নবনীতা দেবসেন; তাঁদের মেয়ে নন্দনা সেনও লেখালেখি করেন। তবে বাংলা, হিন্দি, ইংরেজি ভাষার সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। আজ এই অভিনেত্রীর জন্মদিন। টাইমস অব ইন্ডিয়া, মিড ডে অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক নন্দনা সম্পর্কে কিছু তথ্য—

১৮ আগস্ট কলকাতায় জন্ম নন্দনার, শৈশবের বড় অংশ কেটেছে দিল্লি ও লন্ডনে। পরে যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে ভারতে ফেরেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২০০৫ সালে ‘সঞ্জয়লীলা বানসালি’র ‘ব্ল্যাক’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নন্দনার। অভিনেত্রীর ফেসবুক থেকে
পরে বিভিন্ন ভাষায় ২০টির বেশি সিনেমায় দেখা গেছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সৃজিত মুখার্জির প্রথম সিনেমা ‘অটোগ্রাফ’–এ অভিনয় করেন তিনি। আইএমডিবি
তবে তাঁর সবচেয়ে আলোচিত–সমালোচিত সিনেমা ‘রং রসিয়া’। আইএমডিবি
সিনেমাটি তৈরি করেন কেতন মেহতা। উনিশ শতকের ভারতীয় চিত্রকর রাজা রবি ভার্মার জীবন অবলম্বনে নির্মিত হয় সিনেমাটি। আইএমডিবি
ছবিটিতে নগ্ন দৃশ্যে দেখা যায় নন্দনাকে। যা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
পরে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নন্দনা বলেন, ‘এই সিনেমার প্রস্তাব পাওয়ার পর আমি বাবার সঙ্গে পুরো চিত্রনাট্য নিয়ে আলোচনা করি। কী কী হতে পারে, সব খুঁটিনাটি নিয়ে কথা বলি। শেষে বাবার সম্মতি পেয়েই আমি এগিয়ে যাই।’
সিনেমার সেন্সর ছাড়পত্র নিয়েও কথা বলেছেন নন্দনা। তাঁর মতে, অশ্লীলতার প্রশ্নই আসে না। তিনি বলেন, ‘সেন্সর বোর্ড সিনেমাটি পাস করে দিয়েছে। তাই অশ্লীলতার প্রসঙ্গই ওঠে না। সিনেমায় কোনো যৌনদৃশ্য নেই। হ্যাঁ, একটি আঁকার দৃশ্য আছে, যা হয়তো কারও কাছে আপত্তিকর মনে হতে পারে। কিন্তু সেটি মোটেই অশ্লীল নয়। বরং ওই দৃশ্যটাই সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা—কারণ পুরো গল্পটি সেটিকেই কেন্দ্র করে গড়ে উঠেছে।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সাম্প্রতিক সময়ে নন্দনাকে আর খুব বেশি অভিনয়ে দেখা যায়নি। তিনি শিশুদের অধিকার নিয়ে কাজ করেন, শিশুদের জন্য বইও লিখেছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে