Thank you for trying Sticky AMP!!

লতা মঙ্গেশকর, ১৯৯৯ সালের ২৮ এপ্রিল ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানে

৫০ কোটি টাকা দিলেও বিয়ের অনুষ্ঠানে গাইতে রাজি ছিলেন না লতা

মুকেশ ও নীতা আম্বানির ছেলে অনন্তের প্রাক্‌–বিবাহ অনুষ্ঠানে গাইতে ভারতে এসেছেন ক্যারিবিয়ান গায়িকা রিয়ানা। বিশ্বসংগীতের নন্দিত এই গায়িকার জন্য বিয়ের অনুষ্ঠানে গাইতে আসা বিরল ঘটনা বটে। এ ঘটনার সূত্র ধরে নতুন করে চর্চায় লতা মঙ্গেশকরের ঘটনা। একবার বিয়ের অনুষ্ঠানে গাওয়ার জন্য ১ মিলিয়ন ডলার বা প্রায়

Also Read: লতা মঙ্গেশকরের দুর্লভ ১৫টি ছবি

১১ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই গায়িকা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
লতা মঙ্গেশকরের এ ঘটনা জানিয়েছেন তাঁর বোন আরেক গায়িকা আশা ভোসলে।

ভারতের একটি নাচের রিয়েলিটি শোতে আশা বলেন, ‘তাঁকে একটি বিয়ের অনুষ্ঠানে গাওয়ার জন্য এক মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি বলেছিলেন, “আমাকে পাঁচ মিলিয়ন (প্রায় ৫৪ কোটি টাকা) দেওয়া হলেও গাইব না।”’

লতার এই ঘটনা প্রকাশ্যে আসার পর প্রতিক্রিয়া জানান ভারতের বিনোদন অঙ্গনের অনেক তারকাই। কঙ্গনা রনৌত বলেন, ‘তাঁর (লতা মঙ্গেশকর) সঙ্গে আমি পুরোপুরি একমত। আমি কখনো বিয়ের অনুষ্ঠান বা ব্যক্তিগত পার্টিতে নাচিনি। এমনকি এ ধরনের অনুষ্ঠানে নাচার জন্য বড় অঙ্কের অর্থের প্রস্তাবও প্রত্যাখান করেছি। লতাজি আমাদের সত্যিকারের প্রেরণা।’