কান উৎসবে আলিয়া ভাট। ছবি: এএফপি
কান উৎসবে আলিয়া ভাট। ছবি: এএফপি

আলিয়া ভাট নাকি কাপুর

বিয়ের পর অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা নিজেদের পদবি পরিবর্তন করেন না, অনেকে আবার দুটি পদবি ব্যবহার করেন। তবে আলিয়া ভাট পদবি পরিবর্তন করেননি। তবে জানলে অবাক হয়ে যাবেন, কান চলচ্চিত্র উৎসবে ‘কাপুর’ হিসেবেই পরিচিত হয়েছিলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের

আলিয়া ভাট। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরে আসার পর আলিয়া একটি ভ্লগ শেয়ার করেছেন, যেখানে কান চলচ্চিত্র উৎসবের ছোট ছোট মুহূর্ত তুলে ধরতে দেখা যায় তাঁকে। একের পর এক পোশাক পরিবর্তন থেকে শুরু করে ছোট ছোট মজার মুহূর্ত তিনি তুলে ধরেছেন একটি ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর একটি ছোট্ট অংশ থেকেই জানা গেছে আলিয়ার নতুন পরিচয়ের কথা।

ভিডিও চলাকালে উপস্থিত ব্যক্তিদের আলিয়াকে আলিয়া ভাট নয় বরং আলিয়া কাপুর বলে সম্বোধন করতেই শোনা যায়। এই সম্বোধন থেকেই স্পষ্ট হয়ে যায় বিয়ের পর রণবীরের পদবি ব্যবহার করছেন আলিয়া। ভিডিও প্রকাশ্যে আসতেই কেউ কেউ লিখেছেন, আলিয়া তাহলে এবার পাকাপাকিভাবে নিজের নাম পরিবর্তন করলেন। তবে অনেকেই আবার ভাবছেন, হয়তো আলিয়াকে ভুল করে আলিয়া কাপুর ডেকে ফেলেছিলেন উপস্থিত ব্যক্তিরা।

তবে যেহেতু আন্তর্জাতিক হোটেলগুলোয় বুকিং আইডিতে থাকা নামেই ডাকা হয় অতিথিদের, তাই মনে করা হচ্ছে খুব সম্ভবত আলিয়া আইনিভাবে নিজের নাম পরিবর্তন করে ফেলেছেন। আলিয়া যদি নিজের পদবি ব্যবহার না করতেন, তাহলে ফ্রান্সের হোটেলের কর্মচারীরা এই পদবি ধরে কখনোই ডাকতেন না আলিয়াকে। শিগগিরই হয়তো সামাজিক যোগাযোগমাধ্যমেও এই পাল্টে যাওয়া পদবি ব্যবহার করবেন তিনি।

তবে কথিত পদবি বদল নিয়ে আলিয়ার মন্তব্য পাওয়া যায়নি।