মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায়...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জয়া আহসান, কাজী নওশাবা, রাফীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
গতকাল থেকে সিনেমা হলে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। কলকাতায়ও চলছে তার সিনেমা। বলা যায় সব মিলিয়ে সুসময় পার করছেন এই অভিনেত্রী। তিনি ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায়, রঙিন ফেলে আসা ভালোবাসা মলিন, তবুও মনে পড়ে যায়।’
ছবি: ফেসবুক থেকে
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য। তিনি ফেসবুকে সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে লিখেছেন, ‘আমার আজ আফিয়ার, তনুর কথা মনে পড়ছে, ফাহমিদার বিষয়টি নিশ্চয়ই আমরা, রাষ্ট্র বরাবরের মতো ভুলে যাব।’
পরিচালক থেকে লাক্স সুপারস্টারের বিচারকদের দলে রয়েছেন রায়হান রাফী। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘হাসি হলো সবচেয়ে সুন্দর জিনিস যা তুমি নিজের সঙ্গে ধরে রাখতে পারো।’
হানিয়া আমির একটি অনুষ্ঠানে বাংলাদেশে এসেছেন। সেটি নিয়ে বাংলাদেশের আরেক অভিনেতা শামীম হাসান সরকার মজা করেই লিখেছেন, ‘ফেসবুকের সুবাদে সারা দেশ আজ জেনেছে, হানিয়া ইন দ্য আমির ঢাকা এসে ফুচকা খেয়েছে।’