
অপরাধ জগতের কাহিনি। সেখানে কেউ চিরস্থায়ী নয়। এ জগতে আজকের যে ডন, কাল হয়তো সে ছেড়ে চলে যাবে পৃথিবী। তবু সাম্রাজ্য বিস্তারে থেমে নেই। এ রকম এক ডনের ভূমিকায় আজ থেকে দেখা যাবে বাংলা নাটকের জনপ্রিয় মুখ জাহিদ হাসানকে। আজ থেকে বাংলাদেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাফিয়া। পরিচালনা করেছেন শাহিন সুমন।
হঠাৎ করে জানা গেল এ ছবির মুক্তির দিন। ঘটা করে প্রচারণাও চালাননি প্রযোজক, নীরবেই মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ্যের এ ছবিটি। কারণ, এ ছবি নিয়ে নির্মাতাদের ছিল অন্য রকম পরিকল্পনা। শুটিংয়ের সময় সবারই ভাবনা ছিল ১০৪ পর্বের ওয়েব সিরিজ হিসেবে অবমুক্ত হবে মাফিয়া। কিন্তু শুটিং শেষ করার পর শোনা গেল, এটি এখন সিনেমা! পুরো ছবিটিকে আটটি ভাগে একের পর এক মুক্তি দেওয়া হবে। এরপর সিকুয়েল হিসেবে আসবে মাফিয়া টু, ত্রিকুয়েল হিসেবে মাফিয়া থ্রি, এভাবে আট পর্যন্ত। পরিচালক শাহিন সুমন বলেন, ‘আমি আগাগোড়া একজন সিনেমার মানুষ। ওয়েব সিরিজ বা নাটক তৈরিতে অভ্যস্ত নই। শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একে ওয়েব সিরিজ বলা হলেও শুটিং করেছি সিনেমার আদলে। আর গল্প তো সিনেমারই। যে কারণে সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে একে মুক্তি দিতে কোনো সমস্যা নেই।’
মাফিয়ায় অভিনয় করেছেন বেশ কয়েকজন তারকা শিল্পী। তবু কেন ছবিটির কোনো প্রচারণা নেই? এমনকি ছবির কয়েকজন তারকা তো ছবিমুক্তির খবরও জানেন না। সিনেমাপাড়া বা রাজধানীর কোথাও কোনো পোস্টার চোখে পড়েনি এ ছবির। কেন? সুমন বলেন, ‘এটি সম্পূর্ণ প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ। সিনেমাটি মুক্তির আগে কেন তারা প্রচার–প্রচারণায় নেই, এটা তারাই ভালো বলতে পারবে। আমার কিছু বলার নেই। আমি এখন অন্য একটি ছবির শুটিংয়ে নেত্রকোনায় আছি।’ তবে প্রেক্ষাগৃহের দেয়ালে কিছু পোস্টার দেখা গেছে।
অভিনেতা জাহিদ হাসান প্রথমে জানতেন না যে এটি সিনেমা হবে। তিনি বলেন, ‘ওয়েব সিরিজ করার কথা বলেই চুক্তি করেছিলাম। তবে শুরু থেকেই বড় ক্যানভাসে সিনেমার আদলেই কাজটির শুটিং হয়েছে। মুক্তির আগে এখন শুনছি সিনেমা আকারে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। শুরুতেই সিনেমার কথা বলা হলে আরও অন্যভাবে কাজটি করা যেত।’
এই ছবির অন্যতম অভিনেতা ইমন। তিনিও ছবিমুক্তির খবর আগে জানতেন না। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলাও হয়নি তাঁকে। ইমন বলেন, ‘ছবির গল্প ভালো, পরিচালকও ভালো। তবে মুক্তির আগে ছবিটি নিয়ে প্রচার-প্রচারণা থাকলে ভালো হতো। প্রেক্ষাগৃহে দর্শকের অংশগ্রহণ বাড়ত। এ ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনো যোগাযোগও করেনি আমাদের সঙ্গে।’ এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, শ্যামল মওলা, আঁচল প্রমুখ।