লাইভে কেন চমকে গেলেন বাঁধন?

বাঁধনের লাইভের হঠাৎ থিয়েরি ফ্রেমো
ছবি: বাঁধনের লাইভ থেকে নেওয়া

আঁ সার্তে রিগা বিভাগের পুরস্কার ঘোষণার আর কয়েক ঘণ্টা বাকি। এ জন্য সকাল থেকেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে হচ্ছে ‘রেহানা’ টিমকে। ক্যাফে দু পামে আজ তাদের লাঞ্চের নিমন্ত্রণ ছিল। কিছুটা আগেই অনুষ্ঠানে ক্যাফেতে চলে আসে আজমেরী হক বাঁধনসহ পুরো টিম। তিনি সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন। বাঁধন ক্যাফেতে এসেই ফেসবুক লাইভ। কিছুক্ষণ পরেই তাঁর লাইভে দেখা যায় কানের পরিচালক থিয়েরি ফ্রেমোকে। কান চলচ্চিত্র উৎসবের এই পরিচালক সব সময় আড়ালে থাকেন। বাঘা বাঘা নির্মাতা এবং তারকাদের সঙ্গে তাঁকে খুব একটা দেখা যায় না। তিনিই এবার বাঁধনের লাইভে!

থিয়েরি ফ্রেমো চলে যাওয়ার পরে খুশিতে আত্নহারা বাঁধন

বাঁধন ক্যাফে দু পামের সৌন্দর্য ভক্তদের দেখানোর জন্য লাইভে এসেছিলেন। সেখানে থরে থরে সাজানো বই এবং ক্যাফের সৌন্দর্যের বর্ণনা দিচ্ছিলেন। এমন সময় তাঁর পেছন দিয়ে আসতে দেখা যায় থিয়েরি ফ্রেমোকে। বাঁধন তাঁকে লক্ষ না করেই পেছনে তাকান। হঠাৎ করেই বাঁধন চুপ হয়ে যান। তাঁর পেছনে ছিলেন কান উৎসবের পরিচালক। বাঁধন অবাক হয়ে তাঁকে হ্যালো বলেন। থিয়েরি ফ্রেমো তাঁকে হ্যালো বলে পাশ কাটিয়ে চলে যান। উৎসবের এই পরিচালকের দেখা পেয়ে লাইভে কিছুটা খুশি এবং হতবাক হয়ে কিছুটা চুপ থাকেন বাঁধন। থিয়েরি ফ্রেমো চলে গেলে অবাক হয়ে নিঃশব্দে হাসতে থাকেন তিনি।

বাঁধনের পেছনে তখন থিয়েরি ফ্রেমো তখন ক্যাফে দু পাম পরিদর্শন করছিলেন

থিয়েরি ফ্রেমো তখন ক্যাফে দু পাম পরিদর্শন করছিলেন। কিছুক্ষণ পরেই বাঁধন কিছুটা ঘুরলে আবারও তাঁর লাইভের পেছনে দেখতে পান থিয়েরি ফ্রেমো দাঁড়িয়ে আছেন। তাঁকে ভিডিও করছিলেন ‘রেহানা’ সিনেমার সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া। বাঁধন জেরেমির কাছে প্রশ্ন রাখেন, ‘আমার পেছনে কে আছে, তুমি তাকে দেখে জেলাস?’ জেরেমি পুনরায় থিয়েরি ফ্রেমো পরিচয় দেন। নিজেকে সামলে নিয়ে বাঁধন বলেন, ‘আমরা কান চলচ্চিত্র উৎসব থেকে যা পেয়েছি, সেটাই অনেক। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালোভাবে দেশে ফিরতে পারি।’

বাঁধন

৬ জুলাই উদ্বোধনীয় সিনেমা ‘অ্যানেট’ শুরু হয়েছিল কানের ৭৪তম আয়োজনে। ৭ জুলাই শুরু সব বিভাগে সিনেমা প্রদর্শনী। কান চলচ্চিত্র উৎসবে ৭৪তম আয়োজনের আঁ সার্তে রিগা বিভাগের সিনেমার সর্বশেষ প্রদর্শনী হয় ১৫ জুলাই। আজ ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ঘোষণা করা হবে এই বিভাগের পুরস্কার। কান চলচ্চিত্র উৎসবে ‘রেহানা’ পুরস্কার পেলে বাংলাদেশের সিনেমা নতুন ইতিহাসে নাম লেখাবে। কারণ, এটিই বাংলাদেশ থেকে অফিশিয়াল মনোনয়ন পাওয়া প্রথম সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহম্মদ সাদ। এতে আরও অভিনয় করেছেন কাজী সামি, আফিয়া জাহান, আফিয়া তাবাচ্ছুম প্রমুখ।