২০২৩ সালের শেষ দিকে দেশে ফিরে একের পর এক ছবিতে অভিনয়ের ঘোষণা দেন শাবনূর। ঢাকার একটি অভিজাত ক্লাবে ‘রঙ্গনা’ সিনেমার মহরত শেষে শুটিংও শুরু হয়। ‘রঙ্গনা’ পরিচালক আরাফাত হোসাইন জানান, তাঁরই পরিচালিত আরেকটি ছবি ‘এখনো ভালোবাসি’তেও অভিনয় করবেন শাবনূর। কাছাকাছি সময়ে জানা যায়, চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ ছবিতেও অভিনয় করবেন। ঘোষণা ও শুটিং শুরুর পর বছর পার হলেও ছবি তিনটির সেই অর্থে কোনো অগ্রগতি নেই। এদিকে শাবনূরও এখন দেশে নেই। মাঝে আট আট ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন। এসেই অসুস্থ মাকে নিয়ে উড়াল দেন এই নায়িকা। এদিকে চলচ্চিত্র অঙ্গনের কেউ কেউ বলছেন, শাবনূরের তিন ছবির ভবিষ্যৎ অনিশ্চিত। এমনটা মানতে নারাজ তিন ছবির দুই পরিচালক।
অনেক বছর ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে থাকেন শাবনূর। তবে সময় সুযোগ পেলেই ঢাকায় আসতেন। কোভিড সংক্রমণের কারণে তিন বছর দেশে আসা হয়নি। ২০২৩ সালে আসার পর এই তারকাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন পরিচালক ও প্রযোজক। গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’ দিয়ে ক্যামেরার সামনে ফিরেছিলেন শাবনূর। টানা ছয় দিন শুটিংও করেছিলেন। এর পর থেকে বন্ধ সিনেমাটির কাজ। চলতি বছরের শুরুতে খবর ছড়িয়েছিল, ‘রঙ্গনা’ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে এমন খবরকে ‘গুজব’ বলে জানিয়েছিলেন শাবনূর। কারও কথায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধও করেছিলেন এই ঢালিউড তারকা। এরপর নির্মাতাও জানিয়েছিলেন, শিগগিরই শুরু হবে সিনেমার শেষ ভাগের কাজ। ব্যস ওই পর্যন্তই। কিন্তু এখনো সিনেমার শুটিং শুরু করতে পারেননি নির্মাতা আরাফাত হোসাইন।
আজ রোববার সকালে প্রথম আলোকে আরাফাত হোসাইন জানালেন, ‘রঙ্গনা’ শুটিং শেষে ‘এখনো ভালোবাসি’ ছবির কাজ শুরু করবেন। প্রযোজনা প্রতিষ্ঠানও ছবি দুটির ব্যাপারে যথেষ্ট আন্তরিক। এই শীতের মৌসুমে ‘রঙ্গনা’ ছবির শুটিং শুরুর কথাও জানালেন। আরাফাত বললেন, ‘আমাদের গল্প অনুযায়ী, শীতের মৌসুম শুটিংয়ের জন্য উপযুক্ত সময়। তা ছাড়া শাবনূর আপারও গরমের মধ্যে শুটিং করা বেশ টাফ। আমরা সেভাবেই সবকিছু গুছিয়ে নিচ্ছি।’
কথা প্রসঙ্গে পরিচালক আরাফাত হোসাইন বললেন, ‘তবে এটাও ঠিক, আমার কাছের এবং শ্রদ্ধার কয়েকজন মানুষ শাবনূর আপাকে নানান কথা বলেছেন। তাঁরা এমনও বলেছেন, আমার পরিচালনায় ছবি যেন না করেন। তাঁরা ভেবেছিলেন, শাবনূর আপা তাঁদের কথা শুনে আমার ওপর বিশ্বাস হারাবেন। বিষয়টা মোটেও এমন নয়। তিনি আমার ব্যাপারে আস্থাশীল। ছবির গল্প ও শুটিংয়ের পরিকল্পনা নিয়ে আমাদের প্রায়ই কথা হয়। আশা করছি, ছবি বানিয়ে দর্শকের কাছে পৌঁছে দিতে পারব।’
ঈদুল ফিতরের আগে মাত্র আট ঘণ্টার জন্য দেশে এসেছিলেন শাবনূর। অসুস্থ মাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতেই হুট করে তাঁর এই আসা। এ সময়টায় পরিচালক আরাফাতের সঙ্গে কথা হয়েছে বলেও জানান। অন্যদিকে ‘মাতাল হাওয়া’ নিয়েও কোনো আশার কথা শোনাতে পারেননি নির্মাতা চয়নিকা চৌধুরী। ছবির নাম ঘোষণার সময় যদিও তিনি জানিয়েছিলেন, শুটিং নিয়ে কোনো তাড়াহুড়া নেই। কারণ, চরিত্রটির জন্য শাবনূরের প্রস্তুতির বিষয়ও আছে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে পরিচালক চয়নিকা জানান, শাবনূরকে তাঁর মতো সম্মান দিয়েই পর্দায় আনবেন তিনি, নয়তো সিনেমাটি করবেন না।
‘মাতাল হাওয়া’ নিয়ে চয়নিকা চৌধুরী ২৫ এপ্রিল ফেসবুকে যা লিখেছেন তা হচ্ছে, সেই ছবির শুটিংয়ের আগে তিনি ‘সখা, দ্য সোলমেট’ নামের আরেকটি ছবির শুটিং করবেন। চয়নিকার এই ছবিতে অভিনয় করার কথা রয়েছে মাহফুজ আহমেদ ও শবনম বুবলীর। ‘মাতাল হাওয়া’ প্রসঙ্গে চয়নিকা লিখেছেন, ‘অনেকে আমাকে “মাতাল হাওয়া” নিয়ে প্রশ্ন করে। “মাতাল হাওয়া” তার মতোই আসবে, যখন সময় হবে। তাড়াহুড়া করে কখনোই ভালো কিছু হয় না। অনেক আগেই আমাদের গল্প, চিত্রনাট্য, প্রযোজক রেডি। সিনেমাটি হলে যাওয়ার আগে কোনো ক্লিপ, ছবি, লুক কেউ দেখতে পাবে না। এমন কিছু কখনো করব না, যা দেখে দর্শক হাসেন, সমালোচনা করেন, ট্রল করেন। যদি সব ঠিক থাকে, তবেই শাবনূরকে তাঁর মতো সম্মান দিয়ে স্ক্রিনে আনব। নয়তো না।’
‘মাতাল হাওয়া’ ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয়ের কথা মাহফুজ আহমেদের। সেই প্রসঙ্গও উঠে এসেছে ফেসবুক পোস্টে। চয়নিকা লিখেছেন, ‘মাহফুজ আহমেদ এবং শাবনূর আমার কাছে দুজনই অনেক পছন্দের, সম্মানের আর ভালোবাসার জুটি। তাই আমরা সচেতন এবং যে যা–ই বলুক, যা খুশি ভাবুক, কিছুই আসে যায় না। তৈরি না হয়ে “মাতাল হাওয়া” হবে না। কারণ, সবকিছু নিয়ে সবাইকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয় না।’