Thank you for trying Sticky AMP!!

‘ব্ল্যাক ওয়ার’-এর একটি দৃশ্য

কাল থেকে যুক্তরাষ্ট্রে শুভ, তাসকিনদের ‘ব্ল্যাক ওয়ার’

পুলিশের কাউন্টার টেররিজমের সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছিল অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘মিশন এক্সট্রিম’। সিনেমাটি দর্শকমহলে প্রশংসিত হয়েছিল। আরিফিন শুভ অভিনীত এই সিনেমা দেশের বাইরেও মুক্তি দেওয়া হয়েছিল। সিনেমাটির সিকুয়েল ‘ব্ল্যাক ওয়ার’ যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামীকাল বেশ কিছু শহরে সিনেমাটি মুক্তি পাবে। ঈদ উপলক্ষে মাসব্যাপী এটি প্রদর্শিত হতে যাচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আরিফিন শুভ অভিনীত ছবিটি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস। ‘ব্ল্যাক ওয়ার’–এর কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার জানান, প্রথমে ৩১ মার্চ যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মুক্তি দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে ঈদ উপলক্ষে সব কটি গুরুত্বপূর্ণ শহরে মুক্তি পাবে।

আরিফিন শুভ

একই ডিস্ট্রিবিউটর কানাডা ও মধ্যপ্রাচ্যে মুক্তির জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে। ডিস্ট্রিবিউশন এজেন্সির দুই কর্ণধারের অন্যতম নওশাবা রুবনা রশীদ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের জন্য উপযোগী সিনেমা বেছে নিয়ে আমরা মুক্তি দিয়ে থাকি। তাই আমাদের প্রতি এ অঞ্চলের দর্শকের আস্থা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যার প্রতিফলন ঘটছে থিয়েটারে দর্শকসংখ্যা বৃদ্ধির মাধ্যমে।’

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’–এর দুই পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

সাদিয়া নাবিলা। ছবি: সংগৃহীত

চলতি বছর ১৩ জানুয়ারি এটি বাংলাদেশে মুক্তি পায়। এরপর ১০ ফেব্রুয়ারি মুক্তি পায় অস্ট্রেলিয়ায়।

মাইম মাল্টিমিডিয়া সহপ্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।

‘ব্ল্যাক ওয়ার’-এর একটি দৃশ্য

Also Read: বলিউড থেকে ডাক পাচ্ছি, সৈয়দপুরে ‘ব্ল্যাক ওয়ার’ নায়িকা নাবিলা

ছবিটিতে রাখা হয়েছে ‘চালাও গুলি’ শিরোনামের একটি আইটেম গান, যেখানে পারফর্ম করেছেন চিত্রনায়িকা ববি হক।

জান্নাতুল ঐশী